জেলা প্রতিনিধি, পাবনা
আলোচিত পাবনার চাটমোহরে ভুট্টাক্ষেতে মরদেহ পাওয়া ৭ বছরের কন্যা শিশুটিকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শিশুটিকে পালাক্রমে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত চার কিশোরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে পাবনার চাটমোহর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, বড়াইগ্রাম উপজেলার গড়ফা গ্রামের সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫), আয়নাল হকের ছেলে শেখ সাদি (১৬), দুলাল হোসেনের ছেলে শাকিব (১৬), দিয়ার গাড়ফা গরমাটি গ্রামের শাহীন আলমের ছেলে সিয়াম (১৩) ও চাটমোহর উপজেলার রামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ (১৬)।
ওসি জানান, গত ১৪ এপ্রিল ১লা বৈশাখের দিন বিকেলে ওই শিশুটি দাদির বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে প্রতিবেশীর আমবাগানে আম কুড়াতে যায় শিশুটি। সেখান থেকে তাকে ভুলিয়ে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে তারা। পরে মরদেহ যাতে কেউ চিনতে না পারে সেজন্য মুখে অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় গ্রেফতারকৃত পাঁচজনই জড়িত।
Leave a comment