Monday , 28 April 2025
Home ঢাকা বিভাগ, সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে আ-আম জনতা পার্টির যাত্রা শুরু
ঢাকা বিভাগ, সাভার

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে আ-আম জনতা পার্টির যাত্রা শুরু

সাভার সংবাদদাতা:

‎জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টির নেতৃবৃন্দ।

‎শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় স্মৃতিসৌধের বেদিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম।

‎এ সময় রফিকুল আমীন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ-আম জনতা পার্টি। কারও সাথে বৈরিতা নয়, দেশের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করাই নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য। এসময় ২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানান তিনি।

‎সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রফিকুল আমীন বলেন, প্রথমদিন থেকেই সাংবাদিকরা নতুন রাজনৈতিক দলকে ইতিবাচকভাবে নিয়েছেন। আগামী দিনের পথচলায়ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

‎দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল।

‎শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিব্যক্তি লেখেন দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমীন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশঢাকা বিভাগ, সাভার

স্ত্রীর সাথে সহবাস করতে এসে যুবলীগ নেতা “বিটলা” গ্রেপ্তার

সাভার সংবাদদাতা: দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পলাতক থাকার পর ছুটির দিন ঢাকার...