Monday , 28 April 2025
Home খুলনা বিভাগ,কচুয়া কচুয়ায় ইসলামী আন্দোলনের টিউবওয়েল বিতরণ কার্যক্রম উদ্ধোধন
খুলনা বিভাগ,কচুয়া

কচুয়ায় ইসলামী আন্দোলনের টিউবওয়েল বিতরণ কার্যক্রম উদ্ধোধন

কচুয়া সংবাদদাতা:

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৮এপ্রিল) কচুয়ার বিতারা ইউনিয়নের তেগুরিয়া গ্রামে টিউবওয়েল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুফতী আবু হানিফ এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মুহা. ইমান হোসাইন জহির।

‎কচুয়ার কৃতি সন্তান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর-এর সংখ্যালঘু বিষয়ক সম্পাদক এবং কচুয়া উপজেলা শাখার উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম রুবেলের সার্বিক সহযোগিতা এবং উপজেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় টিউবওয়েল দেয়া হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেল বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি ইসলাম, দেশ ও মানবতার সেবায় নিয়োজিত একটি আদর্শিক প্লাটফর্ম। আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”

‎তিনি আরও বলেন, “নতুন কমিটির নেতৃত্বে কচুয়াকে আমরা গড়তে চাই ইসলামের কচুয়া, অধিকার বঞ্চিতদের কচুয়া, শান্তিপ্রিয় মানুষের কচুয়া হিসেবে।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহিন আলম, শ্রমিক নেতা মাজহারুল ইসলাম, মজিবুর রহমান ভূঁইয়া, যুবনেতা তোফায়েল আহমেদ, ছাত্রনেতা আব্দুর রহিম (রানা) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories