কচুয়া সংবাদদাতা:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮এপ্রিল) কচুয়ার বিতারা ইউনিয়নের তেগুরিয়া গ্রামে টিউবওয়েল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুফতী আবু হানিফ এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মুহা. ইমান হোসাইন জহির।
কচুয়ার কৃতি সন্তান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর-এর সংখ্যালঘু বিষয়ক সম্পাদক এবং কচুয়া উপজেলা শাখার উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম রুবেলের সার্বিক সহযোগিতা এবং উপজেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় টিউবওয়েল দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেল বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি ইসলাম, দেশ ও মানবতার সেবায় নিয়োজিত একটি আদর্শিক প্লাটফর্ম। আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “নতুন কমিটির নেতৃত্বে কচুয়াকে আমরা গড়তে চাই ইসলামের কচুয়া, অধিকার বঞ্চিতদের কচুয়া, শান্তিপ্রিয় মানুষের কচুয়া হিসেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহিন আলম, শ্রমিক নেতা মাজহারুল ইসলাম, মজিবুর রহমান ভূঁইয়া, যুবনেতা তোফায়েল আহমেদ, ছাত্রনেতা আব্দুর রহিম (রানা) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a comment