Thursday , 22 May 2025
Home চট্রগ্রাম বিভাগ ঘুষ নেয়ার অভিযোগে ‘চবির’ নিরাপত্তা প্রধান বরখাস্ত
চট্রগ্রাম বিভাগ

ঘুষ নেয়ার অভিযোগে ‘চবির’ নিরাপত্তা প্রধান বরখাস্ত

চবি সংবাদদাতা:

ঘুষ নেয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা প্রধান মোহাম্মদ গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে অস্থায়ী নিয়োগের নামে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেয় কর্তপক্ষ।

ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া একজন ব্যক্তির সঙ্গে চবির অগ্রণী ব্যাংকে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন। তিনি এক লাখ টাকা গ্রহণ করার পাশাপাশি বাকি এক লাখ টাকা নিয়ে দর কষাকষি করেন। মোট দুই লাখ টাকা না দিলে সেই ব্যক্তি ঠকবেন বলে গোলাম কিবরিয়াকে বলতে শুনা যায়।

জানা গেছে, ‘জেরিন গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েক জনের কাছ থেকে টাকা নেন চবির নিরাপত্তা প্রধান গোলাম কিবরিয়া।

এ ঘটনার পরপরই চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে গোলাম কিবরিয়াকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে রেজিস্ট্রার বলেন, “অবৈধ লেনদেনের প্রমাণ আমরা পেয়েছি। আমরা তাকে বরখাস্ত করেছি এবং প্রাথমিকভাবে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক রেজাউল আজিমকে রাখা হয়েছে। তিনি ফ্যাক্টস ফাইন্ডিং করে প্রতিবেদন জমা দেওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশচট্রগ্রাম বিভাগ

মায়ানমারে পাচারকালে ১টা বোটসহ ৬০০ বস্তা সার ও ১০ সার পাচারকারী আটক

কক্সবাজার সংবাদদাতা: বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট দিয়ে চোরাই পথে মায়ানমারে সার পাচার কালে...

চট্রগ্রাম বিভাগ

সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে মাটি কাটার ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করায়...

চট্রগ্রাম বিভাগ

একজন মানবিক আবেদ আলীর সংগ্রামী জিবনযাপন

দীঘিনালা সংবাদদাতা: খাগড়াছড়ি দীঘিনালার কবাখালি বাজারে বসবাসরত আবেদ আলী (৬০) নিজে সর্বহারা...

চট্রগ্রাম বিভাগ

জব্বারের বলীখেলায় আবারো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’

কুমিল্লা প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৬তম আসরের চ্যাম্পিয়নের খেতাব ধরে...