গোবিন্দগঞ্জ সংবাদদাতা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির মা গতকাল ১৮ মে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ফাসিতলার আফসার আলী ইদু’র ছেলে শাহাদাত হোসেন সাদ্দামকে গ্রেফতার করে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ৯ মে শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে শাহাদাত হোসেন সাদ্দাম নামের ৩০ বছরের এক যুবক বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বর্তমানে শিশুটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
Leave a comment