Thursday , 22 May 2025
Home রংপুর বিভাগ অপরাধ সংবাদ র‍্যাবের অভিযানে ডিমলার কুখ্যাত অপরাধী গ্রেফতার
অপরাধ সংবাদ

র‍্যাবের অভিযানে ডিমলার কুখ্যাত অপরাধী গ্রেফতার

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারীর ডিমলা উপজেলার কুখ্যাত অপরাধী আব্দুল মালেককে (৩২) গ্রেফতার র‍্যাব। র‍্যাব -১৩ এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের চৌকস অভিযানিক টিমের অভিযানে শনিবার (১৭ মে) গভীর রাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আব্দুল মালেক ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ এমন কোন কাজ নেই যা সে করেনা। তার দাপট ও ভয়ে এলাকাবাসী মুখ ফুটে কিছু বলতে পারতো না।

সাম্প্রতিককালে ডিমলা উপজেলায় মোটরসাইকেল, মোবাইল, টাকা ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। এছাড়া গত মার্চ মাসে ডিমলা থানায় চাঞ্চল্যকর একটি দস্যুতার ঘটনায় মামলা হয়। সেই মামলায় আব্দুল মালেক প্রধান আসামি।এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চাঞ্চল্যকর হত্যা, দস্যুতা, অপহরণ, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। ওই মামলাটির সূত্র ধরে মাঠে নামে।

বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, গত ১৮ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ডিমলা থানাধীন ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানী দুদিয়াপাড়া গ্রামের মমতাজের ডাঙ্গা নামক কালভার্টের উপরে অজ্ঞাতনামা ৪ জন দুষ্কৃতিকারী দেশি অস্ত্র হাতে ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে নগদ দেড় লাখ টাকা, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ১টি হিরো স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। পরের দিন ভিকটিম ডিমলা থানায় বাদী হয়ে দস্যুতা মামলা দায়ের করেন।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে তা র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামিকে গ্রেপ্তারের তৎপরতা শুরু করে।

শনিবার (১৭ মে) রাত ১টা ১৫ মিনিটের দিকে সিপিসি-২, নীলফামারী, র‍্যাব-১৩ এর একটি চৌকস অভিযানিক দল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ধৃত আসামিকে রাতেই নীলফামারীর ডিমলা থানায় হস্তান্তর করা হয় বলে বিপ্লব কুমার গোস্বামী জানায়।

অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), বিষয়টি রবিবার (১৮ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories