Monday , 28 April 2025
Home ঢাকা বিভাগ, গাজীপুর এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ
ঢাকা বিভাগ, গাজীপুর

এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

এসএসসি পরীক্ষা থেকে বাড়ি ফেরার পথে পরীক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে পরদিন দুপুরবেলায় বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায় গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের নিজাম মইষালের ছেলে আবির মাহমেদ (মইষাল) (৩০)।

২১ এপ্রিল সোমবার, দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার, গাজীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ধর্ষিতা ওই শিক্ষার্থীর বড় ভাই মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ঘটনার বিস্তারিত জানিয়ে সত্যতা নিশ্চিত করতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবগত করেন। মুহূর্তের মধ্যে ধর্ষণের ঘটনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

ভুক্তভোগীর বড় ভাই ও তার পরিবার জানান, মঙ্গলবার দুপুরে আবির আহমেদ মইষাল ধর্ষণের শিকার ঐ কিশোরীকে তাদের নিজ বাড়ি সংলগ্ন নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের কাছে অপহরণ ও ধর্ষণের ঘটনার বিস্তারিত জানায় ধর্ষিত এসএসসি পরীক্ষার্থী।

ধর্ষক আবির পালিয়ে যাওয়ার কিছু সময়ের মধ্যেই ওই কিশোরী ধর্ষক আবিরের বাড়িতে গিয়ে অবস্থান নেন বিয়ের দাবিতে। ওই কিশোরীর বড় ভাই আরও বলেন, ঘটনার দিন রাত থেকে ছেলের বাবা বিয়ের মাধ্যমে আপোষ মীমাংসার প্রতিশ্রুতি দিয়েছেন, আর এই কারণেই সে ওই বাড়িতে অবস্থান করছেন।

কিন্তু ভুক্তভোগী ওই কিশোরীর কাছ থেকে ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করতে আবিরের বাড়িতে গেলে, ওই বাড়ির লোকজন বাড়ির প্রধান ফটক আটকে দেন যার ফলে তার সাথে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি। ভোক্তভোগী ওই কিশোরীকে সেখানে খুঁজে পাওয়া যায় নি।

কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই ওই মেয়ের বড় ভাই সংবাদ কর্মীদের জানান, অভিযুক্তের পরিবার রাত ৮ টা পর্যন্ত সময় নিয়েছেন। বিষয়টির পূর্নাঙ্গ সমাধানের জন্য। তাদের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরে সমাধান না হলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশঢাকা বিভাগ, গাজীপুর

স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী...