গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর এক অভিযানে চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউপির উত্তর সিংগা গ্রামে এ অভিযান চালিয়ে বিপুল পরিমান সিম ও মোবাইল জব্দ করে যৌথবাহিনী। অভিযানে অভিযুক্ত হ্যাকার জুয়েলের বাড়ি থেকে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার ও মনিটর, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, গ্রামীণ সিম, স্কুটো সিম, এয়ারটেল, রবি সিম, বাংলালিংক সিম এবং নগদ টাকা উদ্ধার করা হয়। জুয়েল বাড়ী না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় যৌথবাহিনী।

অপরদিকে অভিযুক্ত হ্যাকার রনির বাড়িতে অভিযানকালে সিম কার্ড, হার্ডডিক্স, পেনড্রাইভ, পিসি, মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ডায়রী খাতা উদ্ধার করা হয়। রনি বাড়ি না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্র জানায়।

Leave a comment