Saturday , 17 May 2025
Home সারাদেশ স্ত্রীকে হত্যার করে ৯৯৯ এ কল দিয়ে পালানো স্বামী বগুড়ায় গ্রেপ্তার
সারাদেশ

স্ত্রীকে হত্যার করে ৯৯৯ এ কল দিয়ে পালানো স্বামী বগুড়ায় গ্রেপ্তার

সাভার সংবাদদাতা:

সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পুলিশকে লাশ নিয়ে যেতে বলা স্বামী সাজ্জাদ হোসেন মানিককে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৬ মে) রাত ২ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান। এর আগে সন্ধ্যায় বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন মানিক নওগাঁ জেলা সদরের আক্কাস আলী মোল্লার ছেলে। তিনি হত্যার উদ্দেশ্যে নওগাঁ থেকে বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাভারে নিয়ে আসেন। নিহত স্ত্রীর নাম রুমানা আক্তার (১৮)। সে রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে।

র‍্যাব জানায়, রোমানা আক্তারে সাথে সাজ্জাদের মোবাইলের মাধ্যমে পরিচয়ের পর উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয় গত বছরের ৩০ জুলাই। বিয়ের পর থেকে রোমানা তার স্বামীর সাথে নওগাঁয় তার শ্বশুরবাড়িতে বসবাস করতে থাকেন। তবে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এর জেরে সাজ্জাদ তার স্ত্রী রোমানাকে কারনে অকারনে শারীরিক ও মানসিক ভাবে অত্যচার করতে থাকেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক বার শালিস দরবার হয়।

তবে গত ১০ এপ্রিল সাজ্জাদ হোসেন তার স্ত্রী  রুমানাকে নিয়ে বড় ভাইয়ের ভাড়া বাসা সাভারে বেড়াতে আসেন। গত ২৩ সকাল ৯ টার দিকে রোমানার বাবা জানতে পারেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রোমানার বাবা ঘটনাস্থলে এসে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সকাল সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে তার তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে লাশ উদ্ধার করতে বলে পালিয়ে যায় সাজ্জাদ। এ ঘটনায় রোমানার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা  মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৪। পরে র‍্যাব-৪ ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে বগুড়া থেকে শুক্রবার দিনগত রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সাজ্জাদকে।

সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত সাজ্জাদ পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সারাদেশ

ব্রহ্মপুত্রকে বাঁচাতে ব্রহ্মপুত্র কনভেনশন অনুষ্ঠিত

কুড়িগ্রাম সংবাদদাতা: ব্রহ্মপুত্র আমাদের বাঁচায়। আসুন আমরা ব্রহ্মপুত্রকে বাঁচাই’ এই প্রতিপাদ্য নিয়ে...

সারাদেশ

কুড়িগ্রামের নদ-নদীর পানি অসময়ে বেড়ে উজানী ঢল ও বৃষ্টিতে বেড়েছে ভাঙ্গন

কুড়িগ্রাম সংবাদদাতা: উজানে ভারী বৃষ্টিপাতের ফলে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার...

সারাদেশ

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদলের হাতে ছাত্রলীগ নেতা আটক

ঢাকা আলিয়া সংবাদদাতা: রাজধানী ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনার ঘটে। ইসলামী...

সারাদেশ

বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৫৬৬ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে মামলা ও...