Thursday , 22 May 2025
Home বরিশাল বিভাগ ক্যাম্পাস সংবাদ জীবাশ্ম জ্বালানি নবায়নযোগ্য বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনু্ষ্ঠিত
ক্যাম্পাস সংবাদ

জীবাশ্ম জ্বালানি নবায়নযোগ্য বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনু্ষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা:

“জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন” এই প্রতিপাদ্যে বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা।

মঙ্গলবার (২০ মে) সকাল দশটায় পাথরঘাটা কলেজ মিলনায়তনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে পাথরঘাটা কলেজের একাদশ শ্রেণি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা পক্ষ ও বিপক্ষ দলে ভাগ হয়ে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয় এবং দলের নেতা আফরিন জাহান তন্নী শ্রেষ্ঠ বক্তার সম্মাননা অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা কলেজের উপাধ্যক্ষ চন্দ্র শেখর স্বর্ণকার, প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবীর, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক আহসান হাবীব লাকি, আল মামুন, মো. সাব্বির, জামাল হোসেন, সমাজসেবক মেহেদী শিকদার প্রমুখ।

বিচারক প্যানেল ছিলেন, চন্দ্র শেখর স্বর্ণকার, এরফান আহমেদ সোয়েন, আমিন সোহেল।

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং পরিবেশ সচেতনতার বিষয়ে আলোকপাত করেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী উভয় দলের শিক্ষার্থীদের হাতে মূল্যবান বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আল মামুন।

প্রধান অতিথি মহসিন কবীর বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার। পাথরঘাটা কলেজে এই প্রথম কোন প্রতিযোগিতা হলো তাও আবার জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যা এখন পর্যন্ত মানুষের কাছে পৌঁছায়নি।

ধরার এ আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, এ রকমের প্রতিযোগিতা বেশি বেশি করা দরকার, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া দরকার। ধরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

ক্যাম্পাস সংবাদ

পবিপ্রবিতে পরিকল্পনা উপদেষ্টার সফর

পবিপ্রবি সংবাদদাতা : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হঠাৎ সফরে আসলেন...

ক্যাম্পাস সংবাদ

পবিপ্রবির বাসে নাম ভুল বানানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অবহেলার অভিযোগ

পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন সংযুক্ত একটি...