কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারে ব্যাঙের ছাতার মতো বেড়ে উঠেছে এনজিও সংস্থা। উখিয়ায় ‘প্রত্যাশা সমিতি’ নামক একটি ভুয়া সংস্থার নামে প্রতারণার অভিযোগ উঠেছে।
গ্রামে গ্রামে ঘুরে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে ভুয়া এনজিও কর্মিরা।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যাশা সমিতির লোকজন প্রতিশ্রুতি দিয়েছিলো যে, ১০ হাজার ৫শ টাকা জমা দিলে ১ লাখ টাকা ঋণ এবং ২০ হাজার ৫শ টাকা জমা দিলে ২ লাখ টাকা ঋণ দেওয়া হবে। এই আশ্বাসে প্রলুব্ধ হয়ে অনেকেই প্রত্যাশা সমিতিতে টাকা জমা রাখেন।
ভুক্তভোগীরা জানান, সোমবার (১২ মে) সকালে টাকা জমা নেওয়ার পর বিকেলে সালাউদ্দিন মেম্বারের বাড়িতে অফিসে যেতে বলা হয় তাদের। বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, অফিসে কেউ নেই। সমিতির ফাঁকা অফিস পড়ে আছে। পরে বুঝা গেলো তারা টাকা নিয়ে পালিয়েছে।
ভুক্তভোগীদের দাবি, এ প্রতারণায় অন্তত কয়েক’শ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত প্রতারকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অনেকে জানান, সমিতির কর্মকাণ্ড ঘিরে আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে তারা বিশ্বাস অর্জন করে সাধারণ মানুষের থেকে টাকা তুলে নিয়ে এখন উধাও।
Leave a comment