Thursday , 22 May 2025
Home চট্রগ্রাম বিভাগ সারাদেশ জামুয়াইন মাধবানন্দ-নারায়ণ আশ্রমের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারাদেশ

জামুয়াইন মাধবানন্দ-নারায়ণ আশ্রমের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজান (চট্রগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের জামুয়াইন গ্রামে অবস্থিত সাধক শ্রীমৎ নারায়ণ সাধু প্রতিষ্ঠিত জামুয়াইন শ্রীশ্রী মাধবানন্দ-নারায়ণ আশ্রমের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব গত ১৪, ১৫ ও ১৬ মে তারিখে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী এ মহামাঙ্গলিক উৎসবের সূচনা হয় ১৪ মে বুধবার মঙ্গলারতি, শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ, স্বামী মাধবানন্দ-মহন্ত মুরারী দাস বাবাজী ও নারায়ণ সাধুর স্মরণে জীবনী আলোচনা দিয়ে।

এরপর অনুষ্ঠিত হয় শুভম্ মিউজিক্যাল গ্রুপ পরিবেশিত ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ”হে সত্য সুন্দর’, মহতী ধর্মসভা, গুণীজন সম্মাননা, শ্রীশ্রীগুরুপূজা, গঙ্গা আহ্বান ও মহানাম যজ্ঞের শুভ অধিবাস।

আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক বিশ্বজিৎ মহাজনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক পণ্ডিত চম্পক চক্রবর্তী রিটুর সঞ্চালনায় ভাগবতীয় আলোচনা সভায় উদ্বোধক ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন কেশীঘাট শ্রীধাম বৃন্দাবনে অবস্থিত শ্রীশ্রীরাধামুরারীমোহন সেবাকুঞ্জ হতে আগত সাধুপুত্র আশ্রম অধ্যক্ষ শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মতত্ত্ব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভাগবতীয় আলোচক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নম্বর বিনাজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী চৌধুরী, ৮নং বিনাজুরী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নুরুদ্দীন মোরশেদ চৌধুরী মানিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রুবেল দেব, সাবেক সাধারণ সম্পাদক তাপস দেব, সদস্য বাবুল শীল এবং পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি মাধাই চন্দ্র নাথ, সমাজহিতৈষী সঞ্জয় সেন, সমাজ সংগঠক রাজীব দে।

মহোৎসব উদযাপন পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি রতন মুহুরী, যুগ্ম সম্পাদক প্রকাশ দে, সহ-সভাপতি মৃদুল দত্ত, বিশ্বনাথ মুহুরী হারাধন, সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ, সহ-অর্থ সম্পাদক সনজিত মুহুরী, সঞ্জয় মুহুরী, কর্মকর্তা সঞ্জয় চৌধুরী ও অনুরাজ ভট্টাচার্য প্রমুখ।

বক্তারা বলেন, “মানবজন্ম শ্রেষ্ঠ জন্ম। এই জন্মের মাধ্যমে মানুষ মহান ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। শুদ্ধ চরিত্র ও পরিশুদ্ধ চেতনা অর্জনের জন্য ধর্মীয় অনুশীলন ও ভাগবতীয় আদর্শ অনুসরণ একান্ত প্রয়োজন, যা জামুয়াইন মাধবানন্দ নারায়ণ আশ্রমের প্রতিটি কার্যক্রমে ফুঁটে উঠে।”

অনুষ্ঠানে নবগোপাল সম্প্রদায় (চট্টগ্রাম) অধিবাস কীর্তন পরিবেশন করেন।

১৫ মে বৃহস্পতিবার দিনব্যাপী অহোরাত্র মহানাম সংকীর্তন, মধ্যাহ্নভোগ ও অন্নপ্রসাদ বিতরণ। ১৬ মে শুক্রবার ভোরে মহানাম যজ্ঞের পূর্ণাহুতি এবং নগর পরিক্রমার মাধ্যমে শেষ হয় তিন দিনের এই মহান ভাগবতীয় আয়োজন।

উৎসবে দূরদূরান্ত থেকে আগত হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক অনন্য ধর্মীয় মিলনমেলায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

বাঘাইছড়িতে মধ্যরাতে ৩০টি দোকান পুড়ে ছাই

বাঘাইছড়ি সংবাদদাতা : রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে...

সারাদেশ

নোসক সাংবাদিক সমিতির উদ্যোগে অরাজনৈতিক সংগঠনগুলোর মিলনমেলা অনুষ্ঠিত

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার কলেজের হিসাববিজ্ঞান...

সারাদেশ

সোনাদিয়া ভুমি বেজা থেকে বন বিভাগের হাতে

কক্সবাজার সংবাদদাতা: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের...

সারাদেশ

বিয়ের আসর থেকে বরসহ আটক-২

মাইজদী (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর মাইজদীতে বিয়ের আসর থেকে বরসহ দুজনকে আটক করেছে...