ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠি হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) এর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ এপ্রিল ঝালকাঠি শহরের আমতলা মোড় কায়েদ মহল এলাকায় এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল থেকে এ মাহফিলের কার্যক্রম শুরু হয়ে রাত পর্যন্ত চলে।
বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে মাহফিল ময়দানে মানুষ আসতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ব্যানার-মিছিল সহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এ মাহফিলে এসে উপস্থিত হন।
বাংলাদেশ হিযবুল্লাহ জামিয়াতুল মুছলিহীন, ঝালকাঠি সদর উপজেলা শাখার আয়োজিত এ মাহফিলে উপস্থিত ছিলেন হজরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) এর পুত্র হযরত মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী।
এছাড়া মাহফিলে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে উপস্থিত নেতাকর্মী ও বক্তারা হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) কে স্মরণ করে বিভিন্ন বক্তব্য দেন।
মাহফিলে অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া মাহফিল গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিলো।
ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে শহরের যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে তৎপর থাকতে দেখা যায়।
Leave a comment