Monday , 28 April 2025
Home খুলনা বিভাগ, সারাদেশ ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবীতে কক্সবাজারে মতবিনিময় সভা
সারাদেশচট্রগ্রাম বিভাগ, কক্সবাজার

ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবীতে কক্সবাজারে মতবিনিময় সভা

কক্সবাজার সংবাদদাতা:

কক্সবাজার জেলা সদর হাসপাতালে ৪০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের লক্ষ্যে জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের সচেতন মহলের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে কক্সবাজার শহরের পৌরসভার হল রুমে এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ সংগঠক জাকের হোসেন নয়ন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন তরুণ সংগঠক মোঃ কামরুল হাসান এবং মোঃ রিয়াজ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইমরান হেসেন নবী, বক্তব্যে তিনি শুরুতে কিডনি ডায়ালাইসিস সেন্টারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছৈয়দ আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার পৌর শাখার সদস্য সচিব মোঃ আবুল কাশেম, মঙ্গল পার্টির কেন্দ্রীয় সভাপতি জগদীশ বড়ুয়া পার্থ, আদিল বিন তালেব, সংগঠক , বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ , জাহাঙ্গীর আলম , সহকারী পরিচালক , কোষ্ট ট্রাস্ট , তৌহিদ বেলাল , সভাপতি , কক্সবাজার জেলা প্রেসক্লাব, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, সাবেক কাউন্সিলর, কক্সবাজার পৌরসভা, খালিদ বিন সাঈদ, সংগঠক, এনসিপি, আতাহার সাকিব , প্রতিনিধি , বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ , বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার পৌর শাখার সভাপতি ইমরান হোসেন, এছাড়া আরো বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

যাঁদের মধ্যে ছিলেন চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কিডনি রোগ এখন কক্সবাজার সহ সারাদেশে একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক রোগী প্রতিদিনই কষ্টকর ডায়ালাইসিস চিকিৎসার জন্য চট্টগ্রাম কিংবা ঢাকায় যেতে বাধ্য হচ্ছেন। এতে শুধু শারীরিক কষ্টই নয়, অর্থনৈতিক দিক থেকেও বিপর্যয়ের মুখে পড়ছে অসংখ্য পরিবার। বক্তারা আরো বলেন, কক্সবাজারে একটি সরকারি ভাবে স্বল্পমূল্যে বা বিনা মূল্যের কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

সভায় অংশগ্রহণকারী সবাই এই মহতী উদ্যোগের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং যার যার অবস্থান থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ ধরনের একটি সেন্টার শুধু রোগীদের চিকিৎসা নয়, বরং মানবিকতার একটি দৃষ্টান্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেন বক্তারা। 

সভায় অংশগ্রহণকারী  সকল অতিথি এবং স্বেচ্ছা সেবকদের পরামর্শ অনুযায়ী ২৮ এপ্রিল মানববন্ধন পরবর্তী কক্সবাজার প্রশাসক মহোদয়ের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুষ্ঠান শেষে সকলকে নিয়ে একটি সনদপত্র তৈরির পরিকল্পনার কথাও উঠে আসে, যা ভবিষ্যতে ফান্ড রেইজিং ও সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এই উদ্যোগের সার্বিক সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশখুলনা বিভাগ,

সাতক্ষীরায় মায়ের হাতে মেয়ে খুন

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জের ধরে দুই বছরের শিশু...

সারাদেশখুলনা বিভাগ,

ছাত্রলীগ কর্মী ও মুক্তিযোদ্ধা পুত্র সাতক্ষীরা তালার ইউএনওর যত কুকীর্তি

ব্যুরো চীফ, খুলনা: নিয়মবহির্ভূতভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কালের কণ্ঠের তালা প্রতিনিধিকে ১০...

সারাদেশচট্রগ্রাম বিভাগ, কক্সবাজার

কক্সবাজারে বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেফতার।

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার ঈদগাঁও উপজেলা থেকে গতরাতে বিশেষ অভিযান চালিয়ে ৭ আসামিকে...

চট্রগ্রাম বিভাগ, কক্সবাজার

কক্সবাজার-মহেশখালী নৌ-পথে পরিক্ষামূলক ‘সি-বাস’ চালু

কক্সবাজার জেলা সংবাদদাতা: ‎কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর জনসাধারণের বহুল প্রতিক্ষিত কক্সবাজার-মহেশখালী...