Monday , 28 April 2025
Home ঢাকা বিভাগ সারাদেশ জমি নিয়ে বিরোধের জেরে নারীকে কুপিয়ে জখম
সারাদেশঢাকা বিভাগ

জমি নিয়ে বিরোধের জেরে নারীকে কুপিয়ে জখম

বাঞ্ছারামপুর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ভুরভুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসী আরা নামে এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ভুরভুরিয়া পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার (২৫ এপ্রিল) গণমাধ্যমকে জানায় ওই ভুক্তভোগীর পরিবার।

ঘটনার পর ফেরদৌসী বেগমের স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, ভুরভুরিয়া গ্রামের রিপন মিয়ার স্ত্রী সামসুন নাহার, রিপন মিয়ার ছেলে আরাফাত আহম্মেদ।

থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম ও ফেরদৌসী বেগমের জমি দখল নিতে চেষ্টা করে। এতে বাধা দিলে তাদেরকে বিভিন্ন সময় গালমন্দ ও বাড়িতে এসে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। বিষয়টি সমাধানে একাধিক বার স্থানীয় গণমান্য ব্যক্তিরা সালিশ করে সমাধানে পৌঁছে তাদের জায়গা বুঝিয়ে দেয়। সালিশের সিন্ধান্ত না মেনে অভিযুক্ত সামসুন নাহার ও তার পরিবার ক্ষমতার দাপটে জায়গা দখল করতে আসে।

এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল বাড়িতে একা পেয়ে ফেরদৌসী বেগমের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে সামসুন নাহার। এ সময় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয় ফেরদৌসীকে।

মাথায় দায়ের কোপে গুরুতর জখম ফেরদৌসীকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বিষয়টি নিয়ে ফেরদৌসী বেগমের ছেলে রায়হান ইসলাম বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে আমার মাকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল প্রতিপক্ষ। আমার মায়ের অবস্থা এখন আশঙ্কাজনক। কোনো ছেলে তার মায়ের এমন অবস্থা সহ্য করতে পারবে না। আমরাও নিরাপত্তায়হীনতায় ভুগছি। যে কোনো সময় আবারও হামলা হতে। এর বিচার চাই প্রশাসনের কাছে।

ফেরদৌসী বেগমের অবস্থা শঙ্কাজনক হওয়ায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে,তার স্বামী আজ শুক্রবার ঢাকা মেডিকেল থেকে মুঠোফোনে জানান, আমার স্ত্রীকে একা পেয়ে কোপানো হয়েছে। সে এখন ঢাকার হাসপাতালে। আমি এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে সামসুন নাহারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

রাজনীতিঢাকা বিভাগ

আওয়ামীলীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভাঙলো ইউপি চেয়ারম্যান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা: আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন...

শিক্ষা সংবাদঢাকা বিভাগ

নতুন শিক্ষার্থীদের ছাত্রাবাসের সিট বরাদ্দের আবেদন শুরু করেছে “ঢাকা আলিয়া”

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া সংবাদদাতা: সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ছাত্রাবাসে (হল) সিট...

রাজনীতিঢাকা বিভাগরাজধানী

দলের দুঃসময়ের কান্ডারী খিলক্ষেত থানা যুবদলের খোকন

জেলা প্রতিনিধি, ঢাকা। ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ...

সারাদেশঢাকা বিভাগ

পদ্মা নদীতে যুবকের মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় নামক জায়গায় পদ্মা নদী...