বরগুনা সংবাদদাতা,
গভীর সমুদ্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞার কারনে মাছ ধরা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপকূলীয় জেলা বরগুনার হাজার হাজার জেলে পরিবার। এখন পর্যন্ত পায়নি কেহই সরকারি সহায়তার চাল। উপার্জনের পথ বন্ধ, দু’বেলা খাবার জোটাতেই কষ্টকর পরিস্থিতির স্বীকার হতে হচ্ছে তাদের।
চলতি বছর সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণের বোঝা বহণ করে আসছে তারা। রয়েছে ঋণের কিস্তি পরিশোধের চাপ। এমন অবস্থায় খাদ্য সহায়তার চাল না পাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে কর্মহীন জেলেরা। অধিকাংশ জেলেই জীবিকা নির্বাহ করেন গভীর সমুদ্র পাড়ি দিয়ে।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জেলেদের জন্য সরকারি সহায়তার বরাদ্দ পেলেই তা দ্রুত বণ্টন করা হবে।
বরগুনা জেলার ছয়টি উপজেলার মোট জেলে সংখ্যা প্রায় ৩৭ হাজার। তবে এদের মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা ২৭ হাজারের মতো।
Leave a comment