Monday , 28 April 2025
Home বরিশাল বিভাগ, পটুয়াখালী ইয়াবাসহ বাউফলের চিহ্নিত মাদকব্যবসায়ী “লিটন” আটক
বরিশাল বিভাগ, পটুয়াখালী

ইয়াবাসহ বাউফলের চিহ্নিত মাদকব্যবসায়ী “লিটন” আটক

উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী):

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকারকে (৪২ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

‎শনিবার (১৯ এপ্রিল) ভোররাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৪টার দিকে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ও ওসি (তদন্ত) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লিটন খন্দকারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারের সময় লিটনের বিরুদ্ধে মাদক ব্যবসার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

‎নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় শিক্ষক বলেন, লিটনের জন্য এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহসিকতার সঙ্গে কাজ করছে, এজন্য আমরা কৃতজ্ঞ।

‎বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, লিটন খন্দকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাউফল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। নতুন করে একটি মামলা দায়ের করে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

‎উল্লেখ্য, গত ২৭ মার্চ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলাধীন আদাবাড়িয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকারকে দলের সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে । এর আগেও লিটনের বিরুদ্ধে একটি পেট্রোলবাহী লরি থেকে ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ আছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories