নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যদের জন্য বিশেষ ট্রাফিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
তরুণ ক্যাডেটদের মাঝে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করা এবং ভবিষ্যতে সুশৃঙ্খল ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে তাদের অংশগ্রহণ উৎসাহিত করা ছিলো এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
নোয়াখালী ট্রাফিক বিভাগের টিআই (অ্যাডমিন) জনাব পুলক চাকমা কর্মশালায় নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ। কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অংশগ্রহণকারীদের ট্রাফিক নিয়ন্ত্রণ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সিগন্যাল ব্যবস্থাপনা, রাস্তার নিরাপত্তা নিয়ম এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল সম্পর্কে বাস্তবমুখী ধারণা দেয়া হয়।
প্রশিক্ষণ শেষে বক্তব্য রাখেন জনাব পুলক চাকমা। তিনি বলেন, ‘বিএনসিসি সদস্যরা জাতির ভবিষ্যৎ। তাদের মাঝে ট্রাফিক সচেতনতা গড়ে তোলা হলে তারা নিজেরা যেমন সচেতন থাকবে, তেমনি অন্যদেরকেও উদ্বুদ্ধ করতে পারবে।’ বিএনসিসি’র পক্ষে সিনিয়র ক্যাডেট প্রশিক্ষণের জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এই ধরণের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষার গুরুত্ব বাড়বে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
Leave a comment