কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার আলোচিত নারী মাদক ব্যবসায়ী নিশি আক্তার আনজুমা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৪ পিস ইয়াবা। দীর্ঘদিন ধরে নিশি এলাকার যুব সমাজকে মাদকে জড়িয়ে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিলো।
স্থানীয়রা জানায়, নিশির প্রভাবে অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, তার ভয়ে অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। নিশিকে ঘিরে এক শ্রেণির অসাধু চক্র গাঁজা ও ইয়াবা সেবনের পাশাপাশি নানা অপকর্মে লিপ্ত ছিল। তারা নিশিকে ঢাল হিসেবে ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করত।
এলাকার সচেতন মহল বলছে, এ ধরনের অপরাধীকে শুধু কারাদণ্ড নয়, প্রয়োজনে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়াও জরুরি। গ্রেপ্তারের পর নিশিকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিশির গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকেই কচুয়া থানা পুলিশের সাহসী অভিযানের প্রশংসা করছেন এবং এলাকাকে মাদকমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।
এই অভিযান যেন অন্য মাদক ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়ায়, এটাই প্রত্যাশা।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিশিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তাকে আদালতে পাঠানোর পর কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
Leave a comment