Monday , 28 April 2025
Home বরিশাল বিভাগ, বরগুনা দুর্নীতির বিরুদ্ধে বরগুনার ওসি নেমেছে যুদ্ধে
বরিশাল বিভাগ, বরগুনা

দুর্নীতির বিরুদ্ধে বরগুনার ওসি নেমেছে যুদ্ধে

মাসুম বিল্লাহ্, বরগুনা:

‎ঝাঁকেঝাঁকে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, চোর-ডাকাত সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অনন্য ভূমিকা পালন করে আসছেন বরগুনা সদর থানা অফিসার ইনচার্জ(ওসি) দেওয়ান জগলুল হাসান। সদর থানায় যোগদান করার পর থেকে এ প্রান্ত থেকে ও প্রান্তে সকলপ্রকার দুর্নীতি প্রতিরোধে বিচরন করছে তার নেতৃত্বাধীন পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ। আইন শৃঙ্খলা বজায় রাখতে তিনি সকল শ্রেণীর মানুষের সাথে তার সৌহার্দপূর্ণ আচরন বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

‎তারই ধারাবাহিকতায় সদর থানা প্রশাসনের অভিযানে গতকাল (১৭ এপ্রিল) বরগুনায় থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৬জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের ডোপ টেস্ট করানোর পর টেস্ট রেজাল্ট পজিটিভ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আসামিদের মধ্যে জাকির হোসেন নামের একজনকে জনগণ গ্রেফতার করতে সহায়তা করে। তার বিরুদ্ধে দস্যুতা মামলা সহ ৬টি চুরি মামলার রয়েছে। আজ (১৮ এপ্রিল) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলো, ১) বরগুনা হাইস্কুল সড়কের মৃতঃ মোশারেফ হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান ওরফে জাকির(৪৮), ২) লাকুরতলা, সোনালীপাড়ার মৃতঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে আরাফাত ওরফে রাজু(২৭), ৩) খাজুরতলা আদর্শগ্রামের মিন্টু হাওলাদারের ছেলে লিয়ন(১৯), ৪) খাজুরতলা আদর্শগ্রামের মাসুদ ফকিরের ছেলে নয়ন ফকির(১৯), ৫) খাজুরতলা আদর্শগ্রামের রফিক হাওলাদারের ছেলে হৃদয়(১৯), এবং ৬) দক্ষিণ বরগুনা কাদের সড়কের মৃতঃ রফেজ হাওলাদারের ছেলে শফিকুল ইসলাম(২৬)। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে পূর্বের মামলার ওয়ারেন্ট রয়েছে।

‎এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হবার পরথেকে ইতোপূর্বে অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তারই ধারাবাহিতায় বরগুনা সদর থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল ৬ জনকে  গ্রেফতার করা হয়েছে। তাদের ডোপটেস্ট রেজাল্ট পজিটিভ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ আদালতে পাঠানো হয়েছে। সকলপ্রকার দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিজান চলমান থাকবে বলেও জানান তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশবরিশাল বিভাগ, বরগুনা

বামনায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার ও বীজ বিতরন

বামনা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার বামনায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

বরিশাল বিভাগ, বরগুনা

“হয় কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো” সংবাদ সম্মেলনে অভিযোগ

বরগুনা সংবাদদাতা: “হয় তুই কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো। তোর...

আইন আদালতবরিশাল বিভাগ, বরগুনা

বরগুনায় মায়ের ধর্ষণচেষ্টা প্রতিরোধ করায় দুই সন্তানকে খুন; খুনির মৃত্যুদণ্ড ও ২০ বছরের কারাদন্ড

বরগুনা সংবাদদাতা: বরগুনায় এক নারীকে ধর্ষণের চেষ্টাকালে তার দুই শিশু সন্তান বাধা...

সারাদেশবরিশাল বিভাগ, বরগুনা

আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আমতলী (বরগুনা) সংবাদদাতা: আমতলীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে রিপন হাওলাদার (২৪)...