দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা:
দাগনভূঞায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযানে ২টি স্কেভেটর অকেজো করা হয়। অভিযান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, রাত ১১টা হতে রাত ২টা পর্যন্ত ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে দাগনভূঞা পৌরসভা ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত ২টি এস্কেভেটর জব্দ করা হয়।
অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবহনের সুযোগ না থাকায় এস্কেভেটর ২টি অকেজো করে দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলম জানান, ফসলী জমির টপসয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন, দাগনভূঞা’র অভিযান অব্যাহত থাকবে। এতে কাউকে ছাড় দেয়া হবে না।
Leave a comment