Friday , 4 July 2025
Home সারাদেশ বরগুনায় প্রভাবশালীদের বিরুদ্ধে বসতবাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন:
সারাদেশ

বরগুনায় প্রভাবশালীদের বিরুদ্ধে বসতবাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন:

মো: মাসুম বিল্লাহ্, বরগুনা:

বরগুনায় একটি অসহায় পরিবারের বসতবাড়ি ভাঙচুর-লুটপাট ও স্থানীয় সন্ত্রাসীদের কর্মকাণ্ডের প্রতিবাদ ও ন্যায়বিচার প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য কলেজ শিক্ষার্থী আয়শা লিমা।

সংবাদ সম্মেলনে আয়শা লিমা জানান, আমরা সদর উপজেলার পূর্ব সুপ্তি মনসাতলী গ্রামের জনৈক বেল্লাতের নিকট থেকে জমি ক্রয় করে ক্রয়কৃত জমিতে বসতবাড়ি করার জন্য গত ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করি। ঐ সময় স্থানীয় প্রভাবশালী খলিল নামের এক ব্যক্তি পুলিশ নিয়ে এসে আমাদের কাজ বন্ধ করে দেন এবং সন্ধ্যায় উভয় পক্ষকে জমির দলিলসহ থানায় যেতে বলেন। আমরা নির্ধারিত সময়ে থানায় উপস্থিত হলেও প্রতিপক্ষ থানায় উপস্থিত না হয়ে অনেক লোকজন নিয়ে আমাদের নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর চালায় এবং ঘরের মূল্যবান মালামাল লুটসহ ব্যাংক থেকে উত্তোলনকৃত চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগী আয়শা লিমা অভিযোগ করে বলেন, ঐ
রাতে আমরা পুলিশকে অবহিত করলে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পরদিন সকালে দুইজন আসামিকে আটক করলে সেনাবাহিনীতে কর্মরত প্রভাবশালী খলিলের বড় ছেলে সুমন শেখ ও আশরাফ আলীর ছেলে মোঃ রাসেল জনৈক কর্নেল পর্যায়ের এক কর্মকর্তার প্রভাব খাটিয়ে রাত ১২টার দিকে নৌবাহিনীর সহায়তায় তাদের ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনার বিচার চেয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার দৃষ্টি আকর্ষণ করা হলে, তিনি একজন দারোগাকে তদন্তের দায়িত্ব দেন এবং আমাদের আবার কাজ শুরু করার নির্দেশ দেন। আমরা কাজ শুরু করলে অতিবৃষ্টির কারণে কিছুদিন কাজ বন্ধ থাকার সুযোগে তারা আমাদেরকে হুমকি দিতে শুরু করে। আমাদর মা-মেয়েদের গণধর্ষণের হুমকি দেয়া হয়।

বিষয়টি বরগুনা সদর ইউএনওকে অবহিত করলে তিনি নিজে তদন্ত করে লিখিত ভাবে খলিল ও তার ছেলেদের ডেকে সতর্ক করে দেন। ১ জুলাই আমি ও আমার বোন পরীক্ষা দিতে গেলে বাসায় একা থাকা আমার মা কে হুমকি দেয়। নির্মাণাধীন বাড়ির রড, সিমেন্টসহ গাঁথুনি ভেঙে সব কিছু লুট করে নিয়ে যায়। আমার বাবা আবুল কালাম সদর থানায় একটি পিটিশন দিলে পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করে রহস্যজনক ভূমিকা পালন করে।

সংবাদ সম্মেলনে আয়শা লিমা দাবি করেন, আমাদের বৈধ জমির নিরাপত্তা ও মালিকানা নিশ্চিত করতে হবে। বারবার হামলা ও লুটপাটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের নিষ্ক্রিয়তা ও পক্ষপাতিত্বপূর্ণ আচরণের তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নারী সদস্যদের প্রতি হুমকির বিষয়টি গুরুত্বসহ বিবেচনা করতে হবে। আমাদের দেওয়া লিখিত অভিযোগ লুকিয়ে রাখার পেছনে যে প্রশাসনিক অবহেলা বা ষড়যন্ত্র রয়েছে তা তদন্ত করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবিষয়ে পূর্ব ধুপতি গ্রামের মৃত হাসেম শেখের পুত্র মোঃ আবুল কালাম (৪০) বাদি হয়ে নয় জনকে আসামি করে পুলিশ সুপার বরাবরে অভিযোগ পত্র দাখিল করেন। আসামিরা হলো ১। মোঃ খলিলুর রহমান (৫৪) পিং- মৃতঃ হাসেম শেখ, ২। জাকারিয়া (৩০), ৩। মোঃ সুমন (৩২), ৪। মোঃ ইয়াছিন (২৮), সর্ব পিং- মোঃ খলিলুর রহমান, ৫। মোঃ হাসান (৩১) পিং- মোঃ আশ্রাফ শেখ, ৬। মোঃ আশ্রাফ শেখ (৫৮) পিং- মৃতঃ হাসেম শেখ, ৭। যোঃ মিরাজ প্যাদা (৩০) পিং- ফারুক প্যানা, ৮। মোঃ মামুন পঞ্চায়েত (৩৭) পিং-ইদ্রিস পঞ্চায়েত, ৯। মোঃ আবুল বাসার (৩৩) পিং- মোঃ পনু শেখ, সর্ব সাং- পূর্ব ধূপতী, ৯নং ওয়ার্ড, ২নং গৌরীচন্না ইউপি, খানা ও জেলা- বরগুনা সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম, কলেজ শিক্ষার্থী হাফছা আক্তার চাঁদনী ও জমি বিক্রেতা বেল্লাত প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

বিএনপির কমিটি গঠন কেন্দ্র করে সংঘর্ষ

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কমিটি বাতিলের...

সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতার ড্রেজার জব্দ ও জরিমানা

বাঁশখালী, চট্রগ্রাম সংবাদদাতা: চট্রগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে বালি উত্তোলনের সময়...

সারাদেশ

বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু সংক্রমণ

বরগুনা সংবাদদাতা : বরগুনায় ডেঙ্গু এখন মহামারি আকার ধারন করছে। দেশের ডেঙ্গুর...

সারাদেশ

নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতে মগ্ন মাদরাসা সুপার রুহুল আমিন

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর ঈদগাহ দাখিল মাদরাসার...