Friday , 23 May 2025
Home বরিশাল বিভাগ সারাদেশ ভালোবেসে বিয়ে করা স্বামীর ঘরথেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার
সারাদেশ

ভালোবেসে বিয়ে করা স্বামীর ঘরথেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনায় নুসরাত বেগম (১৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা করার কথা বললেও স্বজনদের দাবি পরিকল্পনা করে নুসরাতকে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পরথেকে গা-ঢাকা দিয়েছেন নুসরাতের স্বামী মো. বাবু খান। নুসরাত তিতপাল্লা ইউনিয়নের মাগুরীপাড়ার দিনমজুর দুলাল উদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল তিনটার দিকে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

নুসরাতের স্বজনরা জানান, সে এলাকার নারকেলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করত। পরিবারের অসচ্ছলতা থাকায় নুসরাতের বড় ভাই ঢাকার সাভারে একটি গার্মেন্টসে কাজের ব্যবস্থা করে দেয়। গত ৩ আগস্ট বাবু খানের সঙ্গে নুসরাতের পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম। এরপর ১৫ দিনের মধ্যে প্রেমের সম্পর্ক ধরে বরগুনার চান্দখালী বাবু খানের বাড়িতে চলে আসে নুসরাত। 

তারা আরও জানান, প্রথমে বাবু খানের বাবা-মা বিয়েতে মত না দিলেও বাবু খানের দাদা গত ১৮ আগস্ট কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দেন। বিয়ের পর তারা নুসরাতের বাড়িতে গেলে জামাই হিসেবে বাবু খানকে মেনে নেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই বাবু চাকরি না করে বেকার থাকে। ফলে নুসরাত বিভিন্ন সময় সাহায্য-সহযোগিতা করত বাবু খানকে। 

গত ২০ মে নুসরাত তার স্বামীর সঙ্গে গ্রামের বাড়ি যায়। সেখানে আসার ৩ দিন পর গতকাল বিকেলে এ ঘটনা ঘটে বলে জানান চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ার হোসেন।

 তিনি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সেখানে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না ঝুলে আছে এবং নুসরাত খাটের ওপর শোয়া। আমরা যাওয়ার আগেই নুসরাতের মরদেহ নামিয়ে রাখা হয়। পরে নুসরাতের মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। নুসরাতের মৃত্যুর ব্যাপারে অভিযোগ পেলে হলে মামলা নেওয়া হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

বরগুনায় এক নারীর মরদেহ উদ্ধার

বরগুনা সংবাদদাতা: বরগুনায় একটি ভাড়া বাসার দরজা বাহির থেকে আটকানো অবস্থায় সাহিদা...

সারাদেশ

১৪ দফা দাবীতে বরগুনায় সাংবাদিকদের কলম বিরতি পালন

বরগুনা সংবাদদাতা: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, হয়রানি ও অনিশ্চয়তা দূর করতে নিয়োগ নীতিমালা...

সারাদেশ

পবিপ্রবিতে ব্যানারের ৯টি বানান ভুলের নিউজ লিখতে গিয়ে সাংবাদিকের ১৫টি বানান ভুল

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘রিসার্চ ফেস্টিভ্যাল-২০২৫’ উপলক্ষে এক...

সারাদেশ

আমতলীতে বসুন্ধরা শুভসংঘ গ্রুপের সেলাই মেশিন বিতরন

আমতলী (বরগুনা) সংবাদদাতা: বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে বরগুনার আমতলী ও পটুয়াখালীর...