Thursday , 22 May 2025
Home সারাদেশ সিলেট অপরাধ সংবাদ জকিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
অপরাধ সংবাদ

জকিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:

বাড়ির সীমানা ও বৃষ্টির পানি জমে থাকা কেন্দ্র করে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বাবুল আহমদ (৬৭) ও তাঁর ছেলে হাকিম আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) সকালে জকিগঞ্জ উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম সিরাই (৭০) ওই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনায় বাবাকে হত্যায় ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদি হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও উঠানে ঝমে থাকা বৃষ্টির পানি নিয়ে দুই ভাই সিরাজুল ইসলাম ও বাবুল আহমদের মাঝে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বেদেনা বেগমের সঙ্গে দেবর বাবুলের বাকবিতণ্ডা হলে একপর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সিরাজুল ইসলাম এগিয়ে এলে ছোট ভাই বাবুল ও তাঁর ছেলে হাকিম মিলে সিরাজুলকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের হাতাহাতিতে সিরাজুল ইসমাল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা জানার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

অপরাধ সংবাদ

ঘুষটাকা হজম করতে ৫দিন ধরে লাপাত্তা ছাতকের পিআইও মাহবুব

ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে টিআর, কাবিখা, কাবিটা ও এডিপির ২২৭টি প্রক‌ল্পের...