Thursday , 22 May 2025
Home খুলনা বিভাগ, সারাদেশ ছয়মাস ধরে নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কার্যক্রমে স্থবিরতা
সারাদেশ

ছয়মাস ধরে নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কার্যক্রমে স্থবিরতা

খুলনা সংবাদদাতা:

গত ৬ মাস যাবৎ নেই খুলনার তেরখাদা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এতে চরম ব্যহত হচ্ছে উপজেলার শিক্ষা কার্যক্রম। ছয় মাস আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদে দায়িত্বে ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বদলি হওয়ার পর আর কোন শিক্ষা কর্মকর্তার নিযুক্ত হননি তেরখাদা উপজেলায়।

উপজেলার এ শিক্ষা অফিসে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদ ছাড়াও ৭ টি পদের মধ্যে ৪ টি পদই দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। একাডেমিক সুপারভাইজার, হিসাব সহকারী ও পিয়নকে দিয়েই কোনোমতে চলছে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, রুপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীনকে তেরখাদায় অতিরিক্ত দায়িত্বে দিলেও ৩ মাস পর তিনি চাকুরী হতে অবসর গ্রহণ করেন। বর্তমানে বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহিদুর রহমানকে তেরখাদা ও রুপসা অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এতে শিক্ষা কার্যক্রমে যে ব্যঘাত হচ্ছে তা পুরোপুরি কাটেনি।

যার ফলে শিক্ষার বিভিন্ন কার্যক্রম ব্যহত হচ্ছে যেমন, এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, প্রধান শিক্ষকদের কাজে সহযোগিতা করা, সরকারি নির্দেশনা ও পরামর্শ অনুসরন এবং বাস্তবায়ন করা, বিদ্যালয় পরিদর্শন করা, উন্নয়ন মুলক কার্যক্রম বাস্তবায়ন করা, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা ইত্যাদি চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ শুন্য পদগুলো পুরনের জোর দাবি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের।

আদমপুর বলদ্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকরাম হোসেন বলেন, ছয় মাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে। তেরখাদায় শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দরকার।

শহীদপুর খান এ সবুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আরিফুল ইসলাম বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। ভোগান্তি নিরসনে উপজেলায় একজন স্থায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ উর্ধতন কতৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তিনি।

কুশলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন বলেন, উপবৃত্তির ওয়েবসাইটে লগইন করার ওটিপি সংক্রান্ত সমস্যার অনেক শিক্ষা প্রতিষ্ঠান উপবৃত্তির আবেদন করতে পারছে না। শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা সমাধানে দ্রুত একজন স্থায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজন।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) মো: ফারুকুল ইসলাম বলেন, তেরখাদা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার খালিপদে আপাতত বটিয়াঘাটায় যিনি দায়িত্বে আছেন তাকে অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকার কারনে শিক্ষা কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে নানান জটিলতা হচ্ছে। চেষ্টা করছি তেরখাদায় শিক্ষা কর্মকর্তার শুন্য পদে কর্মকর্তা দিতে। আশাকরি দ্রুত সময়ের মধ্যেই সমাধান হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশমালা বাতিলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা সচেতন নারী সমাজের উদ্যোগে নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক...

সারাদেশ

ঠিকাদারের বাড়তি টাকা দাবীতে ৮ মাস স্থবির গল্লামারী সেতুর কাজ

খুলনা সংবাদদাতা: খুলনা নগরীর প্রবেশদ্বারে গল্লামারী মোড়ে ময়ুর নদের ওপর দুটি স্টিল...