Thursday , 22 May 2025
Home বরিশাল বিভাগ অপরাধ সংবাদ ঠিকাদারের অফিসে হামলায় ৭ নির্মাণ শ্রমিক আহত
অপরাধ সংবাদ

ঠিকাদারের অফিসে হামলায় ৭ নির্মাণ শ্রমিক আহত

আমতলী (বরগুনা) সংবাদদাতা:

বরগুনায় ঠিকাদারের সাব অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ফোরকান গাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাতজন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার (২১ মে) সন্ধ্যায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সেনেরহাট গ্রামে ঘটনাটি ঘটে।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে সেনেরহাট এলাকায় দুটি স্লুইজগেট নির্মাণের কাজ চলছে। বুধবার দুপুরে নির্মাণকাজে ব্যবহারের জন্য ইট আনা হয়। ট্রাক্টর চালক ইট রাস্তার পাশে রেখে চলে যান। কিছু ইট রাস্তায় পড়ে যায়। এ সময় ওই পথে মোটরসাইকেলে যাওয়া স্থানীয় ফোরকান গাজী ইট ফেলে রাখার কারণে শ্রমিকদের গালিগালাজ করেন। সাব ঠিকাদার আবদুল হক বিষয়টির প্রতিবাদ করলে ফোরকান গাজী ক্ষুব্ধ হয়ে ফোরকান গাজী, আজিজুল, মুছা সিকদার, জাকারিয়া, আতিক গাজী, সম্রাট, সাগরসহ ১০-১২ জন অতর্কিতভাবে ঠিকাদারের সাব-অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং রড দিয়ে শ্রমিকদের মারধর করে।

মারধরে আহত হলেন- নির্মাণ শ্রমিক মাসুদ, আনোয়ার, হাবিব খলিফা, শিপন প্যাদা, রাহাত সরদার, ছালাম প্যাদা ও হানিফা। এর মধ্যে মাসুদ, হাবিব খলিফা ও ছালাম প্যাদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাব ঠিকাদার আবদুল হক বলেন, “ট্রাক্টর রাস্তার পাশে ইট ফেলেছিল। কিছু ইট রাস্তায় পড়ে ছিল। এ নিয়ে ফোরকান গাজী গালিগালাজ করলে আমি প্রতিবাদ করি। পরে সন্ধ্যায় সে ও তার সহযোগীরা এসে অফিসে হামলা চালায় ও শ্রমিকদের মারধর করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ফোরকান গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, “শ্রমিকরা রাস্তায় ইট ফেলেছিল, এতে চলাচলে সমস্যা হচ্ছিল। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র।”

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, “স্থানীয় ফোরকান গাজীর নেতৃত্বে ১০-১২ জন লোক সাব-অফিসে হামলা, ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন আহমেদ সুমন বলেন, “আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, “এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

অপরাধ সংবাদ

কীর্তনখোলার বালু অবৈধভাবে উত্তোলন করছে চরমোনাই পীরের চাচাত ভাই

বরিশাল সংবাদদাতা: বরিশাল কীর্তনখোলা নদীর আশপাশ থেকে বাল্কহেড দিয়ে বালু কেটে সেই...

অপরাধ সংবাদ

বামনায় মাদকসহ ২ জন গ্রেফতার

বামনা (বরগুনা) সংবাদদাতা: বরগুনার বামনায় গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার...

অপরাধ সংবাদ

বরগুনায় পেশকার পরিচয়ে প্রতারনা করে অর্থ আত্মসাতের অভিযোগে আটক ১

বরগুনা সংবাদদাতা : বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পেশকার...

অপরাধ সংবাদ

মঠবাড়িয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুর জেলার মঠবাড়িয়া মিরুখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুবেল...