Wednesday , 21 May 2025
Home রাজশাহী বিভাগ সারাদেশ কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
সারাদেশ

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়া সংবাদদাতা :

কুষ্টিয়ার কুমারখালীতে মেলা বসানো নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দু’পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও নিক্ষিপ্ত ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, আসাকুর রহমান, হাবিবুর রহমান, কুদ্দুস প্রামাণিক, তুহিন হোসেন, সরাফাত সুলতান, টিপু সুলতান, সুকুর শেখ, শরীফ, জিহাদ হোসেন, জামাত আলী, ইউনুস আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি না নিয়ে কুমারখালীর হোগলা চাপাইগাছি বাজারে ‘গাজীকালু-চম্পাবতী’ মেলার আয়োজন করা হয়। অশ্লীল কর্মকাণ্ড ও জুয়া খেলার অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি তোলেন জামায়াত কর্মীরা।

অন্যদিকে বিএনপি সমর্থকেরা মেলা কমিটির পক্ষ নেন। এ নিয়ে মঙ্গলবার বিকেল থেকে এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সন্ধ্যায় দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে বিএনপির সমর্থক ও খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান বলেন, “জামায়াতের শত শত লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে। বিচারের আশায় থানায় মামলা করব।”

মেলার দোকানীরা বলেছেন, “আসরের পর থেকে জামায়াত-শিবিরের লোকজন বার বার উঠে যাওয়ার জন্য হুমকি দেয়। পরে সন্ধ্যার একটু আগে কয়েক শ লোক রামদা, হাঁসুয়া, লাঠিসোঁটা নিয়ে দোকানে হামলা চালায়। ভয়ে পালিয়ে গিয়েছিলাম। পরে এসে দেখি মালামাল কিছুই নেই। প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেন, “ইসলামবিরোধী কর্মকাণ্ডে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে মেলা কমিটির লোকজন হামলা করেছে। থানায় মামলা করা হবে।”

জগন্নাথপুর ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, “মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়ার আসর বসানো হয়। সেজন্য প্রশাসন অনুমতি দেননি। তবুও বিএনপি ও মেলা কমিটি মেলার আয়োজন করেছে। আমরা মেলার বিষয় জানতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমিসহ আমাদের অনেকেই আহত হয়েছেন। থানায় মামলা করা হবে।”

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “মেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর রেল চালুর দাবীতে রেললাইন অবরোধ ও মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর রেল চালুর দাবিতে স্থানীয় জনগণ রেল ও রেলপথ...

সারাদেশ

ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ায় আটক ১

ঝিনাইদহ সংবাদদাতা: ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার কারনে ঝিনাইদহের পাগলাকানাই...

সারাদেশ

দুর্গাপুরে পানের বরজ নষ্ট করায় থানায় অভিযোগ

রাজশাহী সংবাদদাতা: রাজশাহী দুর্গাপুরে একই পানবরজে বারবার পানের পড় (কুড়ি) নষ্ট করে...

সারাদেশ

চুয়াডাঙ্গার কথিত নারী সাংবাদিক মাদক সরঞ্জামসহ আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার কথিত এক নারী সাংবাদিককে ইয়াবা...