বামনা (বরগুনা) সংবাদদাতা:
বরগুনার বামনায় গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাখালী গ্রামের হারুন চৌকিদারের বসত বাড়ি থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ হারুন আর রশিদ হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপস্থিত হয়ে বামনা উপজেলার সোনাখালী গ্রামের মোঃ হারুন চৌকিদার এর পুত্রবধূ মোসাঃ হেনারা বেগম (৩৫), এবং কক্সবাজার জেলার ফকিরেরহাট থানার মোঃ আবুল কাসেম এর ছেলে মোঃ ওসমান গনীকে গ্রেফতার করা হয়। এ সময় মোঃ হারুন চৌকিদার এর ছেলে মোঃ খোকন চৌকিদার (৪৫) কৌশলে পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ওসমান গনীর কাছথেকে ১৫০ পিচ ইয়াবা ও মোসাঃ হেনারা বেগমের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা সহ মোট ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১)সরনির ১০ (ক)/৪১ মামলা নং ৭ গ্রেফতারকৃতদের বরগুনা কোর্টে প্রেরন করা হয়।
এ বিষয়ে বামনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আসামিদের ধরতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের বরগুনা কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a comment