জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ মিল্টনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সেই সাথে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
বরিবার (১৮ মে) বেলা ১টায় উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রুমানা রিয়াজের হাতে এই স্মারকলিপি প্রদান করেন।
আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টারের সভাপতিতে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল হুদা, উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন ও আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন সহ আরো অনেকে।
উপস্থিত নেতারা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন যে, মামুনুর রশিদ মিল্টন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের জয়পুরহাট পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও পলাতক ফ্যাসিস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনি, গণহত্যাকারী শেখ হাসিনার দোসর।
আমরা এই চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি এবং তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান করছি।
Leave a comment