Friday , 16 May 2025
Home ঢাকা বিভাগ, জাতীয় ছাড়া পেলেন বোতলকাণ্ডের সেই শিক্ষার্থী, মাহফুজ আলম তার বাসায় দাওয়াত দিলেন
জাতীয়

ছাড়া পেলেন বোতলকাণ্ডের সেই শিক্ষার্থী, মাহফুজ আলম তার বাসায় দাওয়াত দিলেন

নিউজ ডেস্ক :

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী জবির সেই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শুক্রবার (১৬ মে) বিকেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

জবির ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার পর উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি প্রকাশ্যে এসেছে। এ সময় মাহফুজ আলমের সঙ্গে ওই শিক্ষার্থীর পরিবারও ছিলেন।

ওই শিক্ষার্থীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয় মাহফুজ আলমের আইডি থেকে। সেখানে অ্যাডমিন জানিয়েছেন, তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছ।

ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন। এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

ওই পোস্টে আরো জানানো হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।

এর আগে বিকেলে জবি শিক্ষার্থীদের আন্দোলন থেকে বোতলকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। তদন্ত ব্যতীত কোনো পদক্ষেপ নিলে ডিবি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *