Friday , 16 May 2025
Home খুলনা বিভাগ, অপরাধ সংবাদ চাঁদাবাজি করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের ৩ জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, ৮ জন কারাগারে
অপরাধ সংবাদ

চাঁদাবাজি করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের ৩ জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, ৮ জন কারাগারে

খুলনা সংবাদদাতা:

খুলনায় এক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা দাবির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের তিন নেতা সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী বাপ্পী সরকার।

আজ বৃহস্পতিবার (১৫ মে) খুলনার খালিশপুর থানায় তিনি মামলাটি দায়ের করেন। বুধবার রাতে ওই মামলায় আটক ৮ জনকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক রায়হান, খুলনা মহানগরীর সহকারী মুখপাত্র এসএম শামুন ইশমাম, সোহেল শেখ, সেখ সাজ্জাদ, নাঈমুর রহমান, শেখ রাকিবুল ইসলাম, মোহিদুল ইসলাম রাজন ও তৌহিদুল ইসলাম শাওন। মামলার আরেক আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন খুলনা মহানগরীর নির্বাহী সদস্য মনিরুজ্জামান টিপু পলাতক রয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী বাপ্পী সরকারের স্ত্রী শাহানাজ বেগম জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে ৮/৯ জন যুবক তাদের বাসায় উপস্থিত হয়ে নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের নেতা ও সমন্বয়ক পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এর পর তার সামী বাপ্পী সরকারকে বলে আপনি আওয়ামিলীগকে টাকা দেন এবং আপনার কাছে অস্ত্র রয়েছে। তারা বলে আমাদের বিষয় ডিজিএফআই, এনএসআই ও পুলিশ অবগত আছে এবং তাদেরকে তদন্তের জন্য পাঠিয়েছে। এ থেকে বাচতে হলে ৫ লাখ টাকা দিতে হবে।

বাপ্পী সরকার টাকা দিতে অস্বীকার করলে ছাত্ররা তাকে মারপিট ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাপ্পীর স্ত্রী ও বাচ্চাদের চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনে ছাত্র পরিচয় দেওয়া যুবকদের আটকে ফেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে আটক করে।

নগরীর খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওই এলাকায় চাঁদাবাজির আরো অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

অপরাধ সংবাদ

খুলনায় দেশি ও বিদেশি মদ সহ গ্রেফতার ২

খুলনা সংবাদদাতা: ঢাকা থেকে দেশি ও বিদেশি মদের চালান নিয়ে খুলনায় এসে...