বরগুনা সংবাদদাতা:
বরগুনায় একইদিনে মাদকসহ দুইজন, মাদকসেবী একজন সহ সাজাপ্রাপ্ত মামলার ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
মো:জাকির সরদার (২৮) এবং বেলাল হোসেন (২৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে দেড়কেজি গাঁজাসহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত জাকির ৫ টি মাদক মামলার আসামি এবং বেলাল ১টি মাদক, ১টি হত্যা এবং অন্য ১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এদিকে ইয়াবা সেবনের অভিযোগে হেলাল উদ্দিন পাবেল নামের একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হেলাল উদ্দিন পাবেল(৩২) দক্ষিণ লাকুরতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
তার ডোপ টেস্ট করার পর রিপোর্ট পজিটিভ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এছাড়াও ৫টি সাজাপ্রাপ্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম মোস্তফা (৫২) গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ গোলাম মোস্তফা (৫২) ফুলতলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তাকে বরইতলা ফেরিঘাট থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে অর্থ ঋণের ৫টি সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, অপারেশন ডেভিল হান্ট শুরুর পরথেকে বরগুনার মাদক সাম্রাজ্য ধ্বংস করা সহ সকল প্রকার অপরাধ দমনে বরগুনা থানার পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এ চলমান ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a comment