Monday , 12 May 2025
Home রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে আ’লীগ, বাতিল হবে নিবন্ধন, অংশ নিতে পারবেনা নির্বাচনে
রাজনীতি

নিষিদ্ধ হতে যাচ্ছে আ’লীগ, বাতিল হবে নিবন্ধন, অংশ নিতে পারবেনা নির্বাচনে

নিউজ ডেস্ক :

আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ। ফলে নির্বাচনী আইন অনুযায়ী দলটি নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে। 

দলটির নিবন্ধন বাতিল হবে ১৯৭২ সালের ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’-এর ৯০এইচ (১) (বি) ধারার বিধান অনুযায়ী। 

একইসঙ্গে আরপিওর ৯০সি (১) (৩) ধারা অনুযায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলে দলটিকে পুনরায় আর নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জনের জন্য প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ইসির নিবন্ধন থাকা বাধ্যতামূলক।

আ’লীগকে নিষিদ্ধ করার দাবিতে ক্রমবর্ধমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল শনিবার (১০ মে) রাতে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। ‘এ সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে’।

বৈঠক শেষে রাত ১১টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আ’লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আ’লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ বিষয়ে রবিবার (১১ মে) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, আ’লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসি এখন সরকারি গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, ‘কাল গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসব। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।’

১০মে রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে একটি সংশোধনীও অনুমোদন করা হয়েছে। এ সংশোধনী অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেকোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সহযোগী গোষ্ঠীকেও শাস্তির আওতায় আনতে পারবে।

উল্লেখ্য, আ’লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে গত বৃহস্পতিবার রাত থেকে রাজধানী ঢাকায় বিক্ষোভ শুরু হয়। আন্দোলন চলতে থাকে সরকারের সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই চরম বিশৃঙ্খল অবস্থায় পড়ে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিচিত আ’লীগ

জুলাই অভ্যুত্থানের সূত্রপাত ঘটে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের মাধ্যমে। আওয়ামী সরকার নির্বিচারে বিক্ষোভকারীদের হত্যা শুরু করলে ওই আন্দোলনে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার একদফা দাবিতে পরিণত হয়।

হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আ’লীগ নিষিদ্ধ করার দাবি আরও জোরালো হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সামনে দিয়েই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ার এই দাবি আরও তীব্র হয়।

পরে এনসিপি ও অন্যান্য সমমনা দলগুলোর নেতাকর্মীরা রাস্তায় নেমে প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং পরে শাহবাগে জড়ো হয়ে আ’লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানায়।

তৌহিদী জনতা ও শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে অন্তর্বর্তী সরকার ১০মে রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

রাজনীতি

জাতীয় নির্বাচনের আগে বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন: ইসলামী যুব আন্দোলন

‎নিজস্ব প্রতিবেদক: ‎জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার...

রাজনীতি

একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেননা এমন প্রস্তাবে একমত নয় বিএনপি: সালাহউদ্দিন

‎স্টাফ রিপোর্টার, ঢাকা:‎ ‎বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ একই ব্যক্তি সরকার...

রাজনীতি

‎‘তথ্যসন্ত্রাস করে আমাকে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাতের চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক: ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মিথ্যা...