Wednesday , 2 July 2025
Home আন্তর্জাতিক মধ্যরাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক

মধ্যরাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যরাতে পাকিস্তানের তিন জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে বুধবার গভীর রাতে চালানো এই হামলার কোডনেম ছিল ‘অপারেশন সিন্দুর’।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। সূত্র:খবর ডন

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

বিবৃতিতে তারা বলেছে, কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।

এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ‘এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত’। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি, যা সরাসরি ভারতীয় নাগরিকদের প্রাণনাশে জড়িত, সেগুলোকেই টার্গেট করা হয়েছে।’

এর আগে পাকিস্তানের ভাওয়ালপুর, কোটলি এবং মুজাফ্‌ফরাবাদে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার রাত ১টা ৬ মিনিটে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ অভিযোগ করেন।

তিনি আরো বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধবিমান এরই মধ্যে আকাশে টহলে রয়েছে। তবে হামলাগুলো ভারতীয় আকাশসীমার ভেতর থেকেই চালানো হয়েছে। ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি বলেও জানান তিনি।’

এ ঘটনাকে কাপুরুষোচিত ও লজ্জাজনক আক্রমণ আখ্যা দিয়ে জেনারেল চৌধুরী বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই পাকিস্তান এর উপযুক্ত জবাব দেবে, তবে সময় ও স্থান বেছে নিয়ে। এই ন্যক্কারজনক উসকানির জবাব অবশ্যই দেওয়া হবে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

আন্তর্জাতিক

দেশের মানুষের মৌলিক স্বাধীনতা নিয়ে এইচআরডব্লিউ’র প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো জনসাধারণের মৌলিক অধিকার ও...

আন্তর্জাতিক

খাদ্য সংকটে মারা যেতে পারে বিশ্বের ৩০ কোটি মানুষ; জাতিসংঘ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বে গত এক বছরে চরম খাদ্য নিরাপত্তাহীনতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।...

আন্তর্জাতিক

সশস্ত্র বাহিনীকে অভিযানে মোদির পূর্ণ স্বাধীনতা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: বন্দুকধারীদের জম্মু ও কাশ্মিরে হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে...

আন্তর্জাতিক

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ‎সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে আবাসন, শ্রম ও সীমান্ত...