আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যরাতে পাকিস্তানের তিন জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে বুধবার গভীর রাতে চালানো এই হামলার কোডনেম ছিল ‘অপারেশন সিন্দুর’।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। সূত্র:খবর ডন
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।
বিবৃতিতে তারা বলেছে, কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।
এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ‘এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত’। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি, যা সরাসরি ভারতীয় নাগরিকদের প্রাণনাশে জড়িত, সেগুলোকেই টার্গেট করা হয়েছে।’

এর আগে পাকিস্তানের ভাওয়ালপুর, কোটলি এবং মুজাফ্ফরাবাদে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার রাত ১টা ৬ মিনিটে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ অভিযোগ করেন।
তিনি আরো বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধবিমান এরই মধ্যে আকাশে টহলে রয়েছে। তবে হামলাগুলো ভারতীয় আকাশসীমার ভেতর থেকেই চালানো হয়েছে। ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি বলেও জানান তিনি।’
এ ঘটনাকে কাপুরুষোচিত ও লজ্জাজনক আক্রমণ আখ্যা দিয়ে জেনারেল চৌধুরী বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই পাকিস্তান এর উপযুক্ত জবাব দেবে, তবে সময় ও স্থান বেছে নিয়ে। এই ন্যক্কারজনক উসকানির জবাব অবশ্যই দেওয়া হবে।’
Leave a comment