গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়া এলাকায় কালোযাদু করে মেয়েদের প্রলোভন দেখিয়ে সখ্যতা গড়ে অনৈতিক সম্পর্ক করায় এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী।
অভিযুক্ত ব্যক্তির নাম খবির মোল্লা (৫০)। তিনি রিয়াজউদ্দিন পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার স্কুলপড়ুয়া মেয়েদের লক্ষ্য করে কালোযাদু করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খবির মোল্লা এর আগেও অনেক মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন। তার প্রলোভনের শিকার হয়ে ইতোমধ্যে দুজন কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরবর্তিতে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি আরও দুই স্কুলছাত্রীকে কু’প্রস্তাব ও প্রলোভনের মাধ্যমে তার বাড়িতে ডাকার চেষ্টা করলে এলাকাবাসীর মনে সন্দেহ জাগে।
সোমবার (৫ মে) দুপুরে এক ছাত্রী তার বাড়ীতে যেতে চাইলে সে খবর জানতে পেরে উত্তেজিত এলাকাবাসী খবির মোল্লাকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

এলাকাবাসীর অনেকেই বলেন, খবির কুফরী কালামের মাধ্যমে মেয়েদের আকৃষ্ট করে অনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে লিপ্ত ছিলেন। এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা খবিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ ব্যাপারে গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবির মোল্লার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a comment