Monday , 5 May 2025
Home রংপুর বিভাগ সারাদেশ বালিয়াডাঙ্গীতে ট্রাক্টর চাপায় নিহত ১ আহত ২
সারাদেশ

বালিয়াডাঙ্গীতে ট্রাক্টর চাপায় নিহত ১ আহত ২

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সোমবার (৫ মে) দুপুরে ধনতলা ও চাড়োল চৌরঙ্গী বাজার থেকে লাহিড়ীহাট যাওয়ার রাস্তায় লংকাপুর মুহুরীপাড়া মিলিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দীপক চন্দ্র রায় (৩৫) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার দক্ষিণ সেনিহারী গ্রামের অরুন চন্দ্র রায়ের ছেলে। আহত নিলয় চন্দ্র রায় (২৫) ও হৃদয় চন্দ্র রায়(১৯) একই পরিবারের সদস্য।

নিহত দীপকের চাচা বরুন চন্দ্র রায় বলেন, ‘দুপুরে তিনজন মোটরসাইকেলের পিছনে উঠে লাহিড়ী এলাকায় আত্মীয়দের বাড়িতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে যাচ্ছিলেন। লংকাপুর মুহুরীপাড়া মিলিক এলাকায় বালুবাহী ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান চাকার নিচে। এতে ঘটনাস্থলে মারা যায় দীপক।’

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিবাসরের অনুষ্ঠানে দাওয়াত দিতে মোটরসাইকেলে লাহিড়ী বাজারের দিকে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় রাস্তায় ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক্টরের নিচে পড়ে যান। এতে মাথা ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী দীপক চন্দ্র। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ দুজন।

মোটরসাইকেল চালক হৃদয় বলেন, ট্রাক্টরের পেছনের লোহার হুক লেগে আমরা তিনজনে পড়ে যাই। ট্রাক্টরের পেছনের চাকা আমার ও দীপক কাকার বুকের ওপরে চাপা দেয়। ঘটনাস্থলে চাচা মারা যায়। আমরা দুজনে আহত হয়েছি। এ ঘটনায় বালুবাহী ট্রাক্টর ও চালক ফরহাদকে আটক করে রাখেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শ‌ওকত আলী সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *