রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী দুর্গাপুরে একই পানবরজে বারবার পানের পড় (কুড়ি) নষ্ট করে ফেলছে দুবৃর্ত্তরা। এতে দিশেহারা পানচাষি জিয়াউর রহমান।
গত রোববার রাতে উপজেলার পানা নগর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে কে বা কারা এ ঘটনা ঘটায় তা জানা যায়নি। এই ঘটনায় সোমবার (৫ মে) নিজের পানবরজ রক্ষায় থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পান চাষি জিয়াউর রহমান।
থানায় অভিযোগ ও সরেজমিন গিয়ে জানা যায়, গোপিনাথপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান একজন সফল পানচাষি। তার ১২শতক জমিতে পানবরজ রয়েছে। গত রোববার রাতের আধারে দুবৃর্ত্তরা তার পুরো পানবরজের পড় (কুড়ি) উপড়ে ফেলে নষ্ট করে দিয়েছে। এর আগে একই বরজে ২৯ এপ্রিল একই ঘটনা ঘটায় দুবৃর্ত্তরা। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
ক্ষতিগ্রস্ত পানচাষি জিয়াউর রহমান বলেন, গত ৩বছর ধরে আমি সহ এলাকার ৫জন মিলে সরকারি একটি খাসপুকুর নিয়ম অনুুযায়ী লিজ নিয়ে মাছ চাষ করি। গত ২৯ এপ্রিল সেই পুকুরের নতুন করে নবায়ণ (চেক) সরকারের কোষাগারে খাজনা পরিশোধ করি। তার আগে এলাকার কিছু লোক পুকুরটি লিজ না নিতে আমাকে হুমকি ধামকি দিয়ে আসছিল।
তিনি আরও বলেন, গত ২৯ এপ্রিল পুকুরটি নতুন করে লিজ নেওয়ায় ওই রাতেই আমার পান বরজের কিছু পড় (কুড়ি) নষ্ট করে ফেলে দুবৃর্ত্তরা। এর ৬দিন পর রোববার রাতের আধারে দুবৃর্ত্তরা আবারও তান্ডব চালিয়ে বরজের উঠতি কুড়ি নষ্ট করে ফেলেছে। আমার ধারনা পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে বারবার প্রতিপক্ষের লোকেরা আমার এমন ক্ষতি সাধিত করছেন।
ঘটনাস্থলে উপস্থিত আরেক পানচাষি সাদেকুর ইসলাম বলেন, একই জায়গায় গত বছর আমার একটি পানবরজ রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কে বা কারা। এ বছর পানচাষি জিয়াউরের পানবরজ নষ্ট করে ফেলছে। প্রশাসনের কাছে দাবি জানাই। সুষ্ঠ তদন্ত করে কৃষককে যেন এমন ক্ষতি থেকে রক্ষা করেন।
এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল বলেন, এক পানচাষির থেকে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment