Tuesday , 6 May 2025
Home বরিশাল বিভাগ সারাদেশ আমতলীতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি; আহত ২
সারাদেশ

আমতলীতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি; আহত ২

আমতলী সংবাদদাতা:

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার (৪ মে) গভীর রাতে ওই ঘটনা ঘটে। ডাকাতদল চিকিৎসকের বৃদ্ধা মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবিকে বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এতে মা ও ফুফু আহত হয়েছে।

সোমবার (৫ মে) সকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী ডা. রিয়াজ উদ্দিন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্টার হিসেবে কর্মরত আছেন। বর্তমানে ঢাকায় ট্রেনিং রয়েছেন।

স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ডা. রিয়াজ উদ্দিন মৃধার বৃদ্ধ বাবা মো. রফিকুল ইসলাম মৃধা গত ২৯ এপ্রিল হজ্বের উদ্দেশ্যে সৌদিআরব গিয়েছেন। বাড়িতে ছিলেন তার মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবি। এই সুযোগে রবিবার গভীর রাতে ৭-৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল বাড়ির পাকা ভবনের পূর্ব পাশের একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

ডাকাতরা বৃদ্ধা নুরজাহান বেগম ও জয়গুন বিধিকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে মারধর করে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে তছনছ করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

ডা. রিয়াজ উদ্দিন মৃধা মুঠোফোনে বলেন, তার বাবা হজ্বে গিয়েছেন। বাড়িতে শুধু তার মা ও ফুফু ছিলেন। রবিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমার মা ও ফুফুকে বেঁধে মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সারাদেশ

জালিয়াতি করে জমি আত্মসাৎ করায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন:

আমতলী (বরগুনা) সংবাদদাতা: বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মোঃ আব্দুর...

সারাদেশ

আমতলীতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বরগুনা সংবাদদাতা: বরগুনার আমতলীতে বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণকে কেন্দ্রে করে দুই...

সারাদেশ

পাথরঘাটায় তিন বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলা

বরগুনা সংবাদদাতা: বরগুনার পাথরঘাটায় তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর সন্ত্রাসী...

সারাদেশ

আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর হাত ধোয়ার উপকরন বিতরন

আমতলী (বরগুনা) সংবাদদাতা: আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে ৪ শতাধিক...