নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামে ভাবির সাথে পরকীয়া প্রেমের সম্পর্কের মাঝে অভিমানে মোঃ আকরাম নামের এক যুবক আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
নিহত আকরাম হোসেন(১৮ কটিয়াদি উপজেলার মামুদপুর গ্রামের করাগাঁও ইউনিয়নের আহাম্মদ আলীর পুত্র।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১লা মে) ঢাকা থেকে বাড়িতে আসে আকরাম। নিহত আকরামের সাথে তার চাচাতো ভাইয়ের বৌয়ের দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। দুজনের মধ্যে বাকবিতন্ডায় অভিমান করে পরিবারের অগোচরে কক্ষের ভেতরে তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে আকরাম।
নিহতের মা ও ফুফু দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করে।
নিকলী থানা পুলিশের একটি টিম হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। লাশটি পার্শ্ববর্তী উপজেলার হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে কটিয়াদি থানায় হস্তান্তর করেন। সেখান থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, একটি ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে, নিহতের বাড়ি আমাদের থানায় না হওয়ায় তার বাড়ি পার্শ্ববর্তী থানায় হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার রহস্য জানা যাবে। তখন আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a comment