চুয়াডাঙ্গা সংবাদদাতা:
চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার কথিত এক নারী সাংবাদিককে ইয়াবা সেবনের সরঞ্জাম ও ভারতীয় মদের খালি বোতলসহ আটক করেছে জীবন নগর থানা পুলিশ।
শনিবার (৩রা এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশ টুনির বাসায় অভিযান চালিয়ে তার রুম থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম, কনডম ও ভারতীয় মদের খালি বোতল উদ্ধার করা হয়।
আটককৃত নারীর নাম ‘টুনি (২৮)’। সে গোরইটুপি এলাকার বাসিন্দা। বর্তমানে সে জীবন নগর শহরের ৬ নং ওয়ার্ড টিএনটি পাড়ার একটি ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টুনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চলাফেরা করতেন। প্রায় সময়েই অপরিচিত বিভিন্ন ছেলে মেয়েকে তার বাসায় নিয়ে আসতে দেখা যেতো। যা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে সন্দেহ বিরাজ করছিল।
অভিযানর পুলিশ তার বাসা থেকে মাদক সেবনের সরঞ্জাম এবং খালি মদের বোতল সহ সবকিছুই উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক সেবনের কথা স্বীকার করেছে।
চুয়াডাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা’র পরিচালিত মোবাইল কোর্ট বসিয়ে তাকে নগদ ৫০০ টাকা জরিমানা ও ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
Leave a comment