সাভার সংবাদদাতা:
ঢাকার সাভারে পূর্ব বিরোধের জেরে মো. কামাল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বর্তমানে আশংকাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় শুকবার (২ রা মে) সকালে আহতের বড়ভাই জামাল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় ৬ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (১লা মে) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর আন্তনী মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, ভবানীপুর এলাকার নুরুল হকের ছেলে সাইফুল (৩৮) ও সোহরাব (৩২), রাজারবাগ এলাকার মো. আলীর ছেলে মো. হাসান আলী (৪৬), মো. রাকিব (৩২), ভবানীপুর এলাকার গিলগিলার ছেলে জব্বার (২৯) এবং রাজারবাগ এলাকার মজিবরের ছেলে সওদাগর (৩৭)।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী কামালের সাথে অভিযুক্তদের পুর্ব থেকেই বিরোধ চলে আসছিলো এবং ইতিপূর্বে তাঁকে হত্যার হুমকিও প্রদান করা হয়। এরই জের ধরে গতকাল রাতে কর্মস্থল থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে কমলাপুর আন্তনী মার্কেটের পৌছালে আগে থেকে উৎ পেতে থাকা অভিযুক্তরা রামদা, চাপাতি, লোহার পাইপ ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীর উপর হামলা চালায় এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এসময় ভুক্তভোগীর স্বর্ণের চেন, হাতের আংটি ও পকেটে থাকা দেড়লাখ টাকাও ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এসময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা কামালকে আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে ভুক্তভোগীকে দেখে এসেছি। এঘটনায় ভুক্তভোগীর বড়ভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a comment