গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মাদক কারবারিরা হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গুহ লক্ষীপুর গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে মো. হাফিজুল (৫০), অপর আসামি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পোড়া ভিটা নামক স্থানের মৃত জামাল বিশ্বাসের মেয়ে মোছাঃ সাথি বেগম (৪০)।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে গোয়ালন্দ ঘাট থানাধীন বাংলাদেশ হ্যাচারীজ সংলগ্ন কুব্বাতের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে তাদের কাছ থেকে ১’শ পুরিয়া হেরোইনসহ হাতেনাতে আটক করে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a comment