কক্সবাজার সংবাদদাতা:
“কিডনি রোগে বিনা চিকিৎসায় আর নয় মৃত্য, চাই কক্সবাজারে ডায়ালাইসিস সেন্টার” এই শ্লোগান কে সামনে রেখে কক্সবাজার জেলার সকল স্বেচ্ছাসেবী ও সচেতন নাগরিকদের উদ্যেগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়, উক্ত মানব ব্ধন শেষে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়।

আজকের মানব বন্ধন মো: গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত হয়। মানববন্ধনে উস্থিত ছিলেন জনাব রফিকুল হুদা চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র জেলা সহ সভাপতি ও পৌর (বিএনপি)র আহ্বায়ক , জনাব শহীদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর) বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত কক্সবাজার ৩ আসন এর এমপি প্রার্থী ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ সাবেক কাউন্সিলর কক্সবাজার পৌরসভা, জনাব কলিম উল্লাহ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা), জগদীশ বড়ুয়া পার্থ বাংলাদেশ মঙ্গল পার্টি, নাজেম উদ্দিন সাধারন সম্পাদক আমরা কক্সবাজার বাসী, সাংবাদিক আব্দুর রশিদ মানিক দৈনিক কক্সবাজার বার্তা, ইমরান হোসেন আহ্বায়ক কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক দল, জাকির হোসেন, মো: কামরুল হাসান, ইমরান হোসেন নবী, মো: রিয়াজ, মো: মনির স্বেচ্ছাসেবক ও সমন্বয়ক কিডনি ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়ন কমিটি , মো: ফয়সাল কক্সবাজার ব্লাড ডেনারস সোসাইটি, মো: আরফাত হাসিমুখ ফাউন্ডেশন, মো: রাহিত স্বেচ্ছাসেবক রামু উপজেলা, শাহরিয়ার কবির, কক্সবাজার যুব ব্লাড ব্যাংক, মাষ্টার আবু আহাম্মদ, ভূক্তভোগী মরিচ্যা রামু, মো: সরওয়ার, স্বেচ্ছাসেবক, জাহিদুল ইসলাম, আলহাদি ব্লাড ডোনেশন ক্লাব, জিসু তারুণ্যের অভিযাত্রী, মো: এনায়েত উল্লাহ টেকনাফ ব্লাড ডোনেটিং ক্লাব, নুরুল ইসলাম কিডনি রোগী ঈদগড় রামু, এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবকরা বক্তব্য প্রদান করেন ।
বক্তারা বলেন আগামী এক মাসের মধ্যে ৪০ শয্যার এই কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কাজ দৃশ্যমান না হলে কক্সবাজার বাসীর ন্যায্য অধিকার আদায়ের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কঠোর আন্দোলন ঘোষনা করবে। এটা এখন কোনো একক কারো দাবি নয়, এটা আমাদের সবার বেঁচে থাকার আকাঙ্ক্ষা।
মানব বন্ধনে দলমত নির্বিশেষে এক কণ্ঠে আওয়াজ উঠেছে, আমাদের চাই নিজ শহরে উন্নত চিকিৎসা চাই সুতারাং এ দাবি আর বাস্তবায়ন না করার কোনো সুযোগ নেই।
বক্তারা আরো বলেন আমাদের উপস্থিতি শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও একটি নিরাপদ ভবিষ্যত গড়ে দেবে।
আজকের মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয় এবং উক্ত স্মারক লিপির কপি জেলার সিভিল সার্জন মহোদয়কে ও প্রদান করা হয়।
Leave a comment