Monday , 28 April 2025
Home রংপুর বিভাগ সারাদেশ ভালুকায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান
সারাদেশরংপুর বিভাগ

ভালুকায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।

সোমবার (২৮ এপ্রিল) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মূলত মহাসড়কের ওপর গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট অপসারণ করা হয়, তবে স্থায়ী দোকানগুলোর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের জায়গা দখল করে শত শত অবৈধ দোকান নির্মাণ করে মাসিক ভাড়া বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এর ফলে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় যানজট চরম আকার ধারণ করে, ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ মোফাখখারুল ইসলাম বলেন, “এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। যানজট ও জনদুর্ভোগ নিরসনে মহাসড়ক ও বাজার এলাকার অবৈধ দখল অপসারণে আমরা সময় সময় মাইকিং করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি।”

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, “সরকারি জায়গায় কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠলে তা নিয়মিত উচ্ছেদ করা হবে। এজন্য মনিটরিং টিম গঠন করে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।”


অভিযান চলাকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট সরিয়ে ফেলা হয়। এর ফলে পথচারীরা স্বাচ্ছন্দ্যে ফুটপাত ব্যবহার করতে পারবে এবং যানজটও উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মানবিক বিবেচনায় ভালুকা উপজেলা প্রশাসকের নির্দেশে মূল দোকানগুলোর উচ্ছেদ আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে, মহাসড়ক ও হাসপাতাল রোডের ওপর নতুন করে যেন কোনো অবৈধ স্থাপনা গড়ে না ওঠে, সেজন্য নিয়মিত তদারকি করা হবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা অপসারণ করে সড়কগুলো মুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই অভিযান মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি সাধারণ জনগণের ভোগান্তি কমাতে প্রশাসনের চলমান প্রচেষ্টার অংশ বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশবরিশাল বিভাগ, বরগুনা

তালতলীতে মাছের ঘের নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮

বরগুনা সংবাদদাতা: বরগুনার তালতলীতে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে সংরক্ষিত নারী ইউপি সদস্য...

সারাদেশরংপুর বিভাগ

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করোভাই-লিগ্যাল এইড আছে পাশে কোন...

সারাদেশবরিশাল বিভাগ, বরগুনা

বামনায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার ও বীজ বিতরন

বামনা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার বামনায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

সারাদেশরংপুর বিভাগ

নীলফামারীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

নীলফামারী সংবাদদাতা: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় গতকাল (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে...