নিউজ ডেস্ক:
ঢাকার টোকিও বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বক্সিং ক্লাবের বক্সার রাব্বি।
শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) সন্ধ্যা ৬টায় টোকিও বক্সিং একাডেমিতে চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারাদেশের ৯টি ক্লাবের ১৮জন অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন বক্সার রাব্বি উপজেলার কামারদহ ইউপির বেতগাড়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে এবং ফাঁসিতলা বক্সিং ক্লাবের নিয়মিত সদস্য।

প্রতিযোগিতা শেষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন উপস্থিত থেকে বিজয়ীদের প্রাইজ মানি প্রদান করেন। খেলায় একাধিক ম্যাচ পরিচালনা করেন ফাঁসিতলা বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা মো. আবু রায়হান মন্ডল রাশেদ।

চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফাঁসিতলা বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা মো. আবু রায়হান মন্ডল রাশেদ জানান, আমার ক্লাবের সদস্যরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এখানকার সদস্য বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বে পাশাপাশি সম্প্রতি (গত বৃহস্পতিবার) ৭ জন সদস্য সেনাবাহিনীতে চাকরী পেয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচজন ছেলে এবং দুইজন মেয়ে।
Leave a comment