গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় নামক জায়গায় পদ্মা নদী থেকে জিহাদ সরদার (৩০) নামের এক যুবকের মাথা বিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তারমোড় এলাকার নদী থেকে মাথা বিহীন লাশ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ সরদার চরবরাট গ্রামের শহীদ সরদারের ছেলে। জিহাদ ঢাকা নারায়ণগঞ্জে ডর্কএয়ার্ডে কাজ করতো। পরিবারে তারা দুই ভাই ও দুই বোন ছিলেন।
জানা য়ায়, উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তার মোড়ের চরবরাট এলাকায় পদ্মা নদীর কিনারে রোববার সকালে স্থানীয় লোকজন মাথা বিহীন একটি লাশ পানিতে ভাসতে দেখে গোয়ালন্দ ঘাট থানাকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে নদীতে তার মাথাটি কোথায় আছে সেটি খুুঁজার চেষ্টা করছেন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ।
নিহত জিহাদের ছোট বোন সামান্তা আক্তার জানান, গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে ঢাকা থেকে বাড়ি আসে জিহাদ। বিকালে জিহাদ তার ব্যক্তিগত কাজে বাহিরে গেলে রাত বেশি হলে বাড়ি না আসায় তাকে ফোন দিলে জিহাদ বলে আমি কিছুক্ষণ পর আসছি। পরে রাত ১২ টা পার হয়ে গেলেও জিহাদ বাড়ি না ফিরলে তারা তার ফোন কল করলে তার ফোনটি বন্ধ পায়। পরদিন দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ জিডি করা হয়। অনেক খোঁজাখুজির পর জিহাদকে না পাওয়া গেলে রবিবার সকালে অন্তার মোড় এলাকার পানিতে মাথা ছাড়া আমার ভাইকে অর্ধগলিত অবস্থায় ভাসমান থাকতে দেখা যায়। পরে আমার মা গিয়ে ভাইয়ের পড়নে থাকা প্যান্ট দেখে শনাক্ত করে। তিনি আরও জানান, যতদূর জানি আমার ভাইয়ের তো কোন শত্রু ছিলোনা, কারা আমার ভাইকে এভাবে মারলো জানিনা, আমরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার চেয়ে ফাঁসির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অন্তার মোড় এলাকায় পানিতে ভাসছে মাথাবিহীন একটি লাশ, এমন খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a comment