Monday , 28 April 2025
Home রাজশাহী বিভাগ সারাদেশ চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক
সারাদেশরাজশাহী বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের দেবিনগর ইউনিয়ন থেকে মো. ইউসুফ আলী (২৬) নামে এক যুবককে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করেছেে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

এর আগে, সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরমা গ্রামে মরা নদী ও পদ্মা নদীর মোহনায় ভুট্টাখেতের পাশ থেকে ইউসুফ আলীকে আটক করা হয়।

ইউসুফ আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর এলাকার আব্দুল বাশিরের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র‌্যাব জানতে পারে সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন দিয়ে মাদকের একটি চালান সরবরাহ করা হবে। পূর্ব পরিকল্পনা মোতাবেক র‌্যাবের একটি দল দেবিনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরমা গ্রামস্থত মরা নদী ও পদ্মা নদীর মোহনায় ভুট্টাখেতের পাশে গোপনে অবস্থান নেয়। সেখানে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে গতি রোধ করে থামানো হয়। এরপর তল্লাশি করে ইউসুফ আলীর কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মোটরসাইকেল ছাড়াও একটি মোবাইলফোন ও নগদ ২৫০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন বলেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান পরিচালনা করে ২ কেজি ৫০০ গ্রাম হিরোইনসহ একজনকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশরাজশাহী বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ শ্যামল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১৩০ গ্রাম হেরোইন ও নগদ অর্থ সহ এক মাদক...

সারাদেশরাজশাহী বিভাগ

বিলুপ্তির পথে বদলগাছীর পুখুরিয়া জমিদার বাড়ির “গোপাল মন্দির”

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হিন্দু পাড়ায় অবস্থিত...

সারাদেশরাজশাহী বিভাগ

গাবতলীতে মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৫

বগুড়া সংবাদদাতা: বগুড়ার গাবতলী মডেল থানার পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামীকে...

সারাদেশরাজশাহী বিভাগ

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুর উপজেলায় শাহবুদ্দিন ও ইসরাফিল নামে দুইজন গণমাধ্যম কর্মীসহ...