নওগাঁ প্রতিনিধি:
শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চলমান দেশব্যাপী কার্যক্রমকে পুঁজি করে একটি দালালচক্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এমনই একটি গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গতকাল রাতে শহরের পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্দুল মতিন (৫৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করে।
প্রার্থীর অভিভাবকের সাথে মোটা অংকের অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাসে তিনি চুক্তিনামা করে প্রার্থীর অভিভাবকের কাছ থেকে নগদ অর্থ এবং ব্ল্যাংক চেক গ্রহণ করার সময়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরো একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়। যাহাতে ভিকটিমের সাথে প্রতারকের দশ লক্ষ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ সংক্রান্তে চুক্তিনামা সম্পাদিত হয়েছে।
গ্রেফতারকৃত মতিন নওগাঁ সদরের মল্লিকপুর গ্রামের মৃতঃ মোয়াজ্জেম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, কিছুদিন আগেও নওগাঁ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম চলাকালীন সময়ে একই ধরনের অভিযোগের প্রেক্ষিতে দু’জন প্রতারককে গ্রেফতার করে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতা বজায় রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশব্যাপী পরিচালিত হচ্ছে। সুতরাং ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বিষয়ে কোন ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য নওগাঁ জেলা পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।
Leave a comment