গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ডোমবাড়ীচালা এলাকায় অবস্থিত এটিএস অটো সোয়েটার লিমিটেড ফ্যাক্টরিতে গত ২১ এপ্রিল রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফ্যাক্টরির মেইন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ ঘটনায় গত বুধবার (২৩ এপ্রিল) রাতে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন ডাকাত গ্রেপ্তার করে র্যাব-১ সদস্যরা।
জানা গেছে, ডাকাতরা তিনজন নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ফ্যাক্টরির ইলেকট্রিক সাব স্টেশন রুমে আটকে রাখে। এরপর তারা প্রায় ২ কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক ক্যাবল (৩০ হাজার ফুট), ইউপিএস ক্যাবল, এবং প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি লুট করে কাভার্ডভ্যান ও পিকআপে করে পালিয়ে যায়।
এ ঘটনায় ফ্যাক্টরির প্রশাসনিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৭, তারিখ ২১ এপ্রিল ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন আসামি হলেন— ১.মোঃ চাঁন মিয়া (২৮), পিতা সৈয়দ আলী, গ্রাম-মানুখোলা, বৈরাগিরচালা, শ্রীপুর, জেলা-গাজীপুর। এবং ২.অনিল বাবু (৩৬), পিতা কৃষ্ণ, গ্রাম-মরিরচালা, সাগরদিঘী, ঘাটাইল, জেলা-টাঙ্গাইল। ৩.মোঃ রুহুল আমিন (৩৫) পিতা-মোঃ আঃ রহমান, গ্রামে-হাতিলেট, বাউলাবাজার, ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ।
গাজীপুরে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের কয়েকজনকে শনাক্ত করে ২৩ এপ্রিল ২০২৫ইং রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ১০,৩৭০ টাকা নগদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ঘটনাটি স্থানীয় এলাকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
Leave a comment