নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে কঠোর বার্তা দিয়েছে প্রশাসন।
বুধবার (২৩ এপ্রিল) ধানমন্ডি মডেল থানায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তারা উচ্ছৃঙ্খল ছাত্রদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) প্রদান এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান পুলিশের।
জানা গেছে, বৈঠকে ৩ কলেজের অধ্যক্ষ, রমনা বিভাগের ডিসি, এডিসি, ধানমন্ডি জোনের এসি ও তিন থানার ওসি উপস্থিত ছিলেন। এসময়, শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান উত্তেজনা ও সংঘর্ষের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরে সবার সম্মতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরমধ্যে উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত হচ্ছে, উচ্ছৃঙ্খলতার সঙ্গে জড়িত বা চিহ্নিত ছাত্রদের তালিকা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ তাদের অভিভাবকদের ডেকে প্রথম দফায় সতর্ক করবে। এরপরও যদি তারা সংঘর্ষে জড়ায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুধু তাই নয় বরং একটি কলেজ টিসি দিলে অন্য কোনো কলেজ যাতে সেই ছাত্রকে ভর্তি না করে, সে জন্য অধ্যক্ষরা একটি অভিন্ন নীতিমালাও প্রণয়ন করবেন।
জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক ও সমন্বয়ের জন্য পুলিশ প্রশাসন এবং কলেজ প্রতিনিধিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া, সংঘর্ষ এড়াতে কলেজগুলো তাদের ক্লাসের সময়সূচি পুনর্বিন্যাস করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a comment